Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsStrawberry Moon: আজ রাতের আকাশে দেখা যাবে 'স্ট্রবেরি মুন'! জানেন কখন?

Strawberry Moon: আজ রাতের আকাশে দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’! জানেন কখন?

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: চাঁদের সৌন্দর্য নিয়ে আমরা সবাই মুগ্ধ। বিশেষ করে পূর্ণিমার সময় চাঁদের হলদেটে আভা মুগ্ধ করে সকলকে। আজও পূর্ণিমা। কিন্তু, যে ভাবে আমরা চাঁদকে দেখে অভ্যস্ত, আজ কিছুটা অন্য রকম লাগবে দেখতে চাঁদকে।
ভাবছেন কেন বলছি?

তাহলে খোলসে করে বলা যাক। বছরে মোট ১২টি পূর্ণিমা থাকে। প্রতিটি পূর্ণিমারই আলাদা নাম ও তাৎপর্য রয়েছে। এর মধ্যে জুন মাসের আজকের এই পূর্ণিমাকে বলা হয় ‘স্ট্রবেরি মুন’ (Strawberry Moon)। এই চাঁদ যেমন বড়, তেমনই উজ্জ্বল এবং আকর্ষণীয়। এই ‘স্ট্রবেরি মুন’ নিয়ে অনেকেই অনেক রকম ব্যখ্যা দেন। পূর্বাঞ্চলের ভারতীয় সময় মঙ্গলবার বিকেল ৫টা ২২-এ দেখা যাবে ‘স্ট্রবেরি মুন’।

কবে-কখন এই চাঁদ দেখা যাবে। কেনই বা এই চাঁদকে স্ট্রবেরি মুন বলা হয়?
নামটা শুনে অনেকেরই মনে হতে পারে তাহলে কি চাঁদকে স্ট্রবেরির মতো দেখতে লাগবে? নাকি স্ট্রবেরির মতো রঙ ধারণ করবে? যদি এই প্রশ্ন আপনাদের মনে এসে থাকে তাহলে আগে থেকে বলে রাখা ভাল যে, চাঁদের আকার কিংবা রঙের কোনও পরিবর্তন হবে না। ‘স্ট্রবেরি মুন’ দেখতে কিন্তু একেবারেই স্ট্রবেরির মতো নয়! অন্য পূর্ণিমা রাতের থেকে তুলনায় প্রায় ১২ শতাংশ বড় দেখায় চাঁদকে। নাসার বিজ্ঞানীরা জানাচ্ছেন, চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব কমে যাওয়ার কারণে স্বাভাবিক আকারের চেয়ে বড় দেখায় চাঁদকে।

নাসার মতে, প্রতি বছর জুন মাসে চাঁদ নিজের কক্ষপথে ঘোরার সময় পৃথিবীর একদম কাছে চলে আসে। স্ট্রবেরির মতো দেখার জন্য এই চাঁদের নামকরণ নয়। উত্তর আমেরিকার এল্গনকিন উপজাতিরা এই চাঁদ দেখেই চাষ শুরু করে বলে এর নাম রাখা হয়েছে স্ট্রবেরি মুন। আর এই নামটি নেটিভ আমেরিকানদের থেকে এসেছে। এর কারণ, জুন মাসে উত্তর আমেরিকায় স্ট্রবেরি ফল তোলার জন্য উপযুক্ত হত। অ্যালগনকুইন, ওজিবওয়ে, ডাকোটা এবং লাকোটা-এর সহ বেশ কিছু আদিবাসী জুন মাসে পাকা স্ট্রবেরি কাটত। তারা নিজস্ব ভাষায় জুন মাসের পূর্ণিমার চাঁদকে যে নামে ডাকত, তার ইংরেজি অনুবাদ করলে মানে দাঁড়ায় স্ট্রবেরি মুন।

আরও পড়ুন DIY Neem face packs: এই গরমে ত্বক ভাল রাখতে ব্যবহার করুন নিমের ফেস প্যাক

প্রসঙ্গত, এক এক মাসে চাঁদের এক এক নাম রয়েছে। যেমন, জানুয়ারি মাসে উলফ মুন, ফেব্রুয়ারিতে স্লো মুন, মার্চ মাসে ওর্ম মুন, এপ্রিলে পিংক মুন, মে মাসে ফ্লাওয়ার মুন, জুন স্ট্রবেরি মুন, জুলাই মাসে বাক মুন, অগাস্টে স্টারজিয়ন মুন, সেপ্টেম্বরে হারভেস্ট মুন, অক্টোবরে হান্টারস মুন, নভেম্বরে বিভার মুন, ডিসেম্বরে কোল্ড মুন। ‘স্ট্রবেরি মুন’ আবার মিড মুন বা হানিমুন নামেও পরিচিত। কারণ বছরের এই মাসেই মধু সংগ্রহ করা হয়।

আরও পড়ুন Sonarpur Suicide: সব শখ মিটিয়েও মন না পেয়ে আত্মহত্যা প্রেমিকের, গ্রেফতার প্রেমিকা

RELATED ARTICLES

Most Popular