Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsBengaluru: যান আটকে জটে, গিয়ার ‘বেচে’ কটাক্ষ গাড়ি চালকের

Bengaluru: যান আটকে জটে, গিয়ার ‘বেচে’ কটাক্ষ গাড়ি চালকের

Follow Us :

কলকাতা টিভি ওয়েব ডেস্ক: ব্যাঙ্গালোর যানজট যাত্রীদের নিত্যদিনের সঙ্গী। শহরের রাস্তায় প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকা নতুন নয়। এবার ট্রাফিক জ্যামে ধৈর্য্য হারিয়ে এক ব্যক্তি দারুণ আবেদন করলেন শহরবাসীর উদ্দেশে। তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে লিখেছেন, ‘ব্যাঙ্গালোরে আমার এক বন্ধু তার গাড়ির থার্ড, ফোর্থ এবং ফিফথ গিয়ার বিক্রি করতে চায়। শহরের রাস্তায় এত যানজট যে ওই গিয়ারগুলো কাজে লাগাতে হয় না। ফলে সেগুলি অব্যবহৃতই থেকে যাচ্ছে। তাই এগুলি বিক্রি করার চিন্তাভাবনা করছে সে। কেউ কিনবেন?’

বন্ধুর সেই আবেদেনই নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন শ্রীকান্ত নামে এক টুইটার গ্রাহক। আর সেই আবেদনকে ঘিরে হাসির রোল উঠেছে নেটদুনিয়ায়। অনেকে বলছেন, এটাই শহরের নিত্যদিনের চিত্র। যানজটে আটকে নিত্য হয়রানি হতে হয় আমাদের। আবার কেউ লিখেছেন, লাখ লাখ টাকা রোড ট্যাক্স দেওয়ার পরও এই দুর্দশা আমাদের প্রতিদিনই সহ্য করতে হচ্ছে। গর্বিত নাগরিক হওয়ার জন্য এই কষ্ট আমাদের নীরবে সহ্য করতে হবে।

এক জন আবার ধান্যবাদ জানিয়ে লিখেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ বেঙ্গালুরুর যান চলাচল পরিস্থিতির খবর তুলে ধরার জন্য।

RELATED ARTICLES

Most Popular