Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsকেন্দ্রের কড়া সমালোচনায় ফিরহাদ

কেন্দ্রের কড়া সমালোচনায় ফিরহাদ

Follow Us :

‘ইউনাইটেড উই স্ট্যান্ড এন্ড ডিভাইড উই ফল। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার এটা মানতে চায় না। ওরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী।’ সোমবার এই দাবি করলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। সোমবার সাংবাদিক সামনে তিনি বিজেপির কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিজেপি সাংসদ জন বারলা বলছেন উত্তরবঙ্গ কে ভাগ করতে হবে, শুভেন্দু অধিকারী ও সৌমিত্র খাঁও দাবি করছেন পৃথক পশ্চিমাঞ্চলের। আসলে বিজেপি এ রাজ্যের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে পরাজয়টা মেনে নিতে পারছে না। সে কারণেই বাংলাকে দুর্বল করার লক্ষ্যে ফের বাংলা ভাগের চক্রান্ত করছে।’ একইসঙ্গে তিনি চক্রান্ত সফল হবে না বলেও মন্তব্য করেন। বাংলার মানুষ বিভাজন নয় একসঙ্গে থাকতে চায় বলেও সাফ জানান তিনি।

Read moreশহরের রাস্তায় এবার সিএনজি বাস
‘বাংলার মানুষ বিশ্বাস করে, ভারত বর্ষ এক থাকুক বাংলাও এক থাকুক। বাংলা ভাগের বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্যের মানুষ তাদের ম্যান্ডেট দিয়ে দিয়েছেন। বিজেপির পক্ষ থেকে যে বঞ্চনার কথা বলা হচ্ছে তা মিথ্যা।’ বলেন ফিরহাদ। আদপে বিজেপিই যে বাংলাকে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে চলেছে, একথাও স্পষ্ট করেন মন্ত্রী। তিনি বলেন, আমফানের মতো প্রাকৃতিক বিপর্যয়ের টাকা এখনও দেয়নি কেন্দ্র। সম্প্রতি যশের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে তারও টাকা দেয়নি কেন্দ্র, বলেন ফিরহাদ। তিনি এও বলেন, কেন্দ্রের অসহযোগিতার কারণে মানুষের কল্যাণে জন্য তৈরি অনেক প্রকল্পই বন্ধ হয়ে যাওয়ার মুখে। তাই বঞ্চনার বাহানা দিয়ে বাংলা ভাগ করার চক্রান্ত আসলে বাংলা কে দুর্বল করে দেওয়ার লক্ষ্যেই চালানো হচ্ছে বলে মন্তব্য করেন পরিবহণ ও আবাসন মন্ত্রী।

Read moreওভারলোডিং সমস্যায় পদক্ষেপ ফিরহাদের
টিকা নিয়েও মিথ্যাচার করছে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার, বলে দাবি করেন ফিরহাদ। ভ্যাকসিন সংক্রান্ত বিষয় নিয়ে কেন্দ্রর মন্তব্যেরও সমালোচনা করেন ফিরহাদ। তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী অ্যাপের মাধ্যমে, রাজ্যর টিকা পাওয়ার হিসাব ও প্রতিদিন কতজন মানুষকে টিকা দেওয়া হল তার পূর্ণাঙ্গ রিপোর্ট থাকে। তাই শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যাচার শোভা পায় না, কটাক্ষ ফিরহাদের।

RELATED ARTICLES

Most Popular