Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsIND v SA : ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, আজ সৌরভ আর মুখ্যমন্ত্রী...

IND v SA : ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে, আজ সৌরভ আর মুখ্যমন্ত্রী নবীন পাশে বসে ম্যাচ দেখবেন

Follow Us :

বিসিসিআইয়ের অফিসিয়াল ডিজিটাল পেজে ভারতীয় দলের প্র্যাকটিসে চারটি ছবি প্রকাশ করে লিখে দিয়েছিল: ‘ম্যাচ ডে ফিলস অন এ নন-ম্যাচ ডে’!
পন্থ-পান্ডিয়াদের নিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের প্র্যাকটিসে এই ছিল মাঠের পরিবেশ। বায়ো বাবল সরিয়ে চলছে ভারত-দক্ষিণ আফ্রিকার ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ।

প্রথম ম্যাচ দিল্লিতে ভারত হেরে কটকের বরবাটি স্টেডিয়ামে আজ খেলতে নামবে সন্ধ্যায়। তার আগের দিন প্র্যাকটিসে যে ভাবে গ্যালারিতে ভিড় জমালেন ওড়িশার ক্রিকেটপ্রেমীরা-তা দেশের অন্যপ্রান্তে কমই দেখা যায়।

দর্শক ঠাসা গ্যালারির সামনে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস।

এই মাঠে ৬-৭ মাস কোনও ম্যাচ হয়নি। নুতন উইকেট। হাল্কা ঘাস আছে। মাঠের মাঝে ৫ টি উইকেট আছে। একটি বাছাই করা আছে ম্যাচের জন্য। তারই পাশে দুই দলের বোলাররা ম্যাচে বল করার ‘ফিল’ নিতে স্প্রিং উইকেট লাগিয়ে প্র্যাকটিস সারলেন। আর মাঠের দুপাশে ছিল, দুটি করে নেট। দক্ষিণ আফ্রিকা প্র্যাকটিস সেরে স্টেডিয়াম ছাড়ার মুখে, ভারতীয় দল মাঠে আসে। আর গ্যালারিতে থাকা হাজার হাজার ভারতীয় দলের সমর্থকদের উল্লাস ছিল দেখা আর শোনার মত।

শেষ বার এই স্টেডিয়ামে ম্যাচ হয়েছিল কোভিড লক ডাউনের আগে। ২০১৯ সালে। ভারত আর ওয়েস্ট ইন্ডিজ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল।

টিম ইন্ডিয়ার ওয়ার্ম আপ।

প্র্যাকটিসে সবচেয়ে বেশি যে যে ক্রিকেটারের নাম ধরে ডেকে উৎসাহ দেওয়া হল, তাঁদের মধ্যে ছিলেন-পন্থ,পান্ডিয়া,শ্রেয়াস, আর উমরান মালিক।

এই রাজ্য আইপিএলে কোনও ম্যাচ পায়নি। দলও নেই। সেই শহরে এই উন্মাদনা স্বাভাবিক। ৪০ হাজার আসনের স্টেডিয়ামে টিকিটের হাহাকার। কালোবাজারে টিকিট বিকিয়েছে ৬-৭ গুন টাকায়। তবুও তা মেলেনি অনেকের। তাই ওড়িশা ক্রিকেট সংস্থা, প্র্যাকটিস দেখার জন্য মূল ক্লাব হাউসের একদিকের গ্যালারি খুলে দিয়েছিল। ঠিক তার সামনেই নেট প্র্যাকটিস করে টিম ইন্ডিয়া।

এই ম্যাচ দেখতে ভিআইপি লাউঞ্জে আজ হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। যিনি দেশের সবচেয়ে বেশি খেলাপ্রেমী মুখ্যমন্ত্রী বলে পরিচিত। আর তাঁর পাশে বসে খেলা দেখবেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকি, ওড়িশা ক্রিকেট সংস্থা থেকে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি অভিষেক ডালমিয়াকেও।

এই মাঠে শেষবার দক্ষিণ আফ্রিকা (২০১৫ সালে) ম্যাচ জিতেছিল ভারতের বিপক্ষে। কিন্তু ভারতীয় ব্যাটিং ব্যর্থতায় দল কোনও ক্রমে সেবার ৫০ এর গণ্ডি টপকে গেলেও, তিন অঙ্কের রান বোর্ডে রাখতে পারেনি। দর্শকদের অসন্তোষের রোষে মাঠে প্লাস্টিক জলের বোতল, লাইটার উড়ে এসেছিল। খেলা বারবার বিঘ্ন ঘটেছিল। এবার তাই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে বিজ্ঞাপন দিয়ে বলে দেওয়া হয়েছে, মাঠে কি কি নিয়ে ঢোকা যাবে না।

দক্ষিণ আফ্রিকা দলের মিলার আর যারা আইপিএল সদ্য সদ্য খেলেছে, সকলের কাছে এখন এই দেশ আর অপরিচিত নয়। ফলে ‘হোম ম্যাচ’ খেলার মেজাজে প্রথম ম্যাচ খেলে জিতেছে। ভারত টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের ইনিংস খেলেও দিল্লিতে হেরেছে। নেতা পন্থ মনে করেন, বোলাররা সেরাটা দিতে পারেনি। এই ম্যাচে, ‘গতির মিসাইল’ উমরান খেলেন কিনা তাই দেখার।

ছবি: সৌ টুইটার।

RELATED ARTICLES

Most Popular