Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsকোভিডে ভিড় এড়াতে বাড়ছে মেট্রো সংখ্যা

কোভিডে ভিড় এড়াতে বাড়ছে মেট্রো সংখ্যা

Follow Us :

ফের বাড়ল মেট্রো সংখ্যা। কার্যত মেট্রোয় সাধারনের ভিড় সামাল দিতে এবং কোভিড বিধিকে মানতেই এই সিদ্ধান্ত মেট্রো রেলের। আপ  এবং ডাউন লাইন মিলিয়ে মোট ২০৮ টি মেট্রো চালানো হবে। এক্ষেত্রে মেট্রোর সময়সীমার কোনও পরিবর্তন হয়নি। সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত চলবে মেট্রো। আপে ৫২ টি এবং ডাউনে ৫২ টি মিলিয়ে শনিবার মোট ১০৪ টি মেট্রো চালানো হবে।

আরও পড়ুন গ্রামে ঢুকতে বাধা, বীরভূমে জেলাশাসকের কাছে নালিশ জানাল বিজেপি

শুধুমাত্রও জরুরি পরিষবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা শনিবার মেট্রোতে চড়তে পারবেন। রবিবার মেট্রো বন্ধ থাকবে। ৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলবে। গতকালের নির্দেশিকা অনুযায়ী বাড়ানো হয়েছিল মেট্রোর সময়সীমা। সব মিলিয়ে এতদিন পর্যন্ত মোট ১৯২ টি মেট্রো চালু ছিল। শুক্রবার তা বেড়ে ২০৪ টি করা হল।

আরও পড়ুন  মঙ্গলকোটে খুনের ঘটনায় ভিডিওগ্রাফি করল সিআইডি

প্রতি ৭ থেকে ৮ মিনিটের ব্যবধানে গড়িয়া থেকে দমদম অর্থাৎ আপ লাইনের মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। একইভাবে  ৭ থেকে ৯ মিনিটের ব্যবধ্যানে দমদম থেকে গড়িয়া অর্থাৎ ডাউন লাইনের মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা । মেট্রো  পরিষেবায় এবার ছাড় মিলেছে এন্ট্রান্স পড়ুয়া এবং অবিভাবকদেরও। আগামীকাল থেকে শুরু হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। মেট্রোয় ৫০ শতাংশর বেশি যাত্রী হলেও সেক্ষেত্রে ছাড় রয়েছে কেবলমাত্র পড়ুয়াদের।  তবে এখনই চালু হচ্ছে না টোকেন পরিষেবা। মেট্রোতে সফর করতে গেলে স্মার্টকার্ড বাধ্যতামূলক। মানতে হবে করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধিও।

আরও পড়ুন  ১৯ জুলাই থেকে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ

RELATED ARTICLES

Most Popular