Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsCivic Polls: প্রথম দিনেই ব্যাট হাতে ক্রিজে অশোক, হাঁকালেন কমিশনকে

Civic Polls: প্রথম দিনেই ব্যাট হাতে ক্রিজে অশোক, হাঁকালেন কমিশনকে

Follow Us :

শিলিগুড়ি: রাজ্য নির্বাচন কমিশন শিলিগুড়িসহ চারটি পুরসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করতেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে সিপিএম-সহ বিরোধীরা। অভিযোগ, ইচ্ছে করেই বিরোধীরা যাতে প্রচার করতে না-পারে তার জন্য সময় কম দেওয়া হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনকে এভাবেই কটাক্ষ করলেন শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য।

এদিন তিনি বলেন, আমাদের সময় অন্তত ৩৯ দিন আগে নির্বাচন ঘোষণা করা হতো। তারপর মনোনয়ন শুরু হতো। এক্ষেত্রে তা হল না। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়নি৷ তার আগে নির্বাচন ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন সঠিক সময়ে নির্বাচন করতে ব্যর্থ। কাল থেকেই প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়া শুরু হবে। আর আজ নির্বাচন ঘোষণা করা হয়েছে। ইচ্ছে করে প্রচারের সময় কম দেওয়া হলো। সু্ষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনী রাখা উচিত ছিল। রাজ্য পুলিসের উপর আমাদের আস্থা নেই। এ রাজ্যে পুলিস দলদাসে পরিণত হয়েছে।

অশোক ভট্টাচার্যের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের বিদায়ী চেয়ারম্যান গৌতম দেব। তিনি বলেন, সাতদিন সময় দিয়েছে নির্বাচন কমিশন। সারা বছর পড়াশোনা না-করলে সময় কম পড়বেই। আমরা অনেক আগে থেকেই প্রস্তুত। করোনার জন্য ভোট করা যায়নি। ইতিমধ্যেই দলের প্রচারও শুরু হয়েছে।

অশোক ভট্টাচার্যকে (Ashok Bhattacharya) সামনে রেখেই শিলিগুড়ি পুরবোর্ড (Siliguri Municipal Election) দখলের লড়াইয়ে নামতে চায় সিপিএম ও কংগ্রেস (CPM-Congress)৷ অন্যদিকে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিভিন্ন ওয়ার্ডকে নিয়ে সম্মেলন শেষ করে ফেলেছে। যদিও বাম থেকে তৃণমূলে আসা প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে দলের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ রয়েছে। দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পাপিয়া ঘোষ নির্দেশ দিয়েছেন যে, দল যাঁকে প্রার্থী করবে, তাঁর হয়েই কাজে নামতে হবে। কোনও দলবাজি করলে তাঁর বিরুদ্ধে চরম শাস্তি দেওয়া হবে।

সূত্রের খবর, প্রাক্তন পর্যটনমন্ত্রী গৌতম দেব তৃণমূলের মেয়র মুখ হওয়ার দৌড়ে এগিয়ে। অপরদিকে সিপিএম-কংগ্রেস জোটের মেয়র মুখ অশোকই৷ রবিবার দুই দলের জোটের কথা ঘোষণা করে সিপিএম-কংগ্রেস নেতৃত্ব৷ প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, শিলিগুড়ি পুরসভার ৪৭টি আসনের মধ্যে ২৩টিতে বামেরা এবং ১০টিতে কংগ্রেস লড়বে। বাকি ১৪টির আসনররফা কয়েকদিনের মধ্যে চূড়ান্ত হবে।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
বাংলার ৪২ | ঝাড়গ্রামে কোন দল এগিয়ে?
06:35
Video thumbnail
আজকে (Aajke) | কুণাল ঘোষ তৃণমূলের একজিমা
07:21
Video thumbnail
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar |এবারের নির্বাচনে গোবলয় থেকে পঞ্জাব হরিয়ানাতে হার-জিত ঠিক করবে কৃষকেরা
14:22
Video thumbnail
Beyond Politics | মঙ্গলসূত্র কেড়ে নেবে ওরা?
10:44
Video thumbnail
Politics | পলিটিক্স (02 May, 2024)
12:48
Video thumbnail
বাংলা বলছে (Bangla Bolche) | রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, ঠিক কী অভিযোগ করলেন মহিলা?
38:08
Video thumbnail
সেরা ১০ | খড়গ্রামের পর বাঁকড়া, ভোটের আবহে হাওড়ায় গুলি
16:45
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | চারিদিক জ্বলছে, মানুষ জ্বলছে : মমতা
05:26
Video thumbnail
নারদ নারদ | অবৈধ বালি খাদান বন্ধের কড়া বার্তা হাইকোর্টের, পুলিশকে ৩ মাসের সময়ে বেঁধে দিল আদালত
17:53
Video thumbnail
District Top News | দেখে নিন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি
13:56