Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরLord Vishnu Idol: জালে বিষ্ণু মূর্তি, মঙ্গলকোটের গ্রামে দর্শনার্থীদের ভিড়

Lord Vishnu Idol: জালে বিষ্ণু মূর্তি, মঙ্গলকোটের গ্রামে দর্শনার্থীদের ভিড়

Follow Us :

বর্ধমান: মাছ ধরতে গিয়ে জালে উঠল বিষ্ণু মূর্তি৷ এই নিয়ে পাঁচটি মূর্তি উদ্ধার হল মঙ্গলকোটের খেরুয়া গ্রামে৷ রবিবার রাতে অজয় নদের পাশে খালগুলোতে মাছ ধরার জন্য জাল বিছিয়েছিলেন ধীবররা৷ সোমবার ভোরে সেই জালেই উঠে এল একটি বিষ্ণু মূর্তি৷ খবর চাউর হতেই মূর্তিটি দেখতে সকাল থেকে গ্রামে ভিড় জমিয়েছেন বহু মানুষ৷ বারবার মূর্তি উদ্ধারের ঘটনায় অবাক গ্রামবাসীরা৷ প্রাচীন মূর্তি কি না জানতে ডিএম অফিস থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছে খবর পাঠানো হয়েছে৷

কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি সন্ন্যাসী ধীবরের জালে ওঠে৷ গতকাল রাতে তিনি খালে জাল ফেলতে গিয়েছিলেন৷ এ দিন ভোরে জাল টানতে গিয়ে ভারী কিছু অনুভব করেন৷ বড় মাছ জালে ধরা পড়েছে ভেবে খুশিই হন তিনি৷ পরে দেখেন একটি মূর্তি আটকে পড়েছে তাঁর জালে৷ তিনি গ্রামের আরও কয়েকজনকে ডেকে মূর্তিটি জলের ওপরে নিয়ে আসেন৷ দিনের আলোয় গ্রামবাসীরা দেখেন, সেটি একটি বিষ্ণু মূর্তি৷ ফের মূর্তি উদ্ধারের খবরে অজয় নদের পাড়ে চলে আসেন গ্রামবাসীরা৷ বর্তমানে মূর্তিটি রাখা হয়েছে মন্দিরে৷

ওই মন্দিরে রয়েছে আরও একটি বিষ্ণুমূর্তি৷ সেই মূর্তিটিও এভাবে পাওয়া৷ এক গ্রামবাসী জানিয়েছেন, ৩৫-৪০ বছর আগে ওই বিষ্ণুমূর্তি উদ্ধার হয়৷ সেই থেকে গ্রামে বিষ্ণুর আরাধনা শুরু হয়৷ এরপর ২০১৮-১৯ সালে কয়েকটি মূর্তি পাওয়া যায়৷ সেগুলি যথাযথভাবে রাখা আছে৷ কিন্তু লাগাতার মূর্তি উদ্ধারের ঘটনায় হতবাক গ্রামের মানুষজনও৷ তাঁদের আশঙ্কা, এর পিছনে কোনও পাচারচক্র জড়িত৷ এক গ্রামবাসী জানিয়েছেন, দেখে তো মূর্তিগুলো পুরনো মনে হয়৷ তাই পাচারের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না৷ কী ভাবে এত মূর্তি গ্রামে পাওয়া যাচ্ছে সেই প্রশ্ন ভাবাচ্ছে গ্রামবাসীদের৷

RELATED ARTICLES

Most Popular