Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরJhalda PS Fire: ঝালদা পুরনো থানায় আগুন, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

Jhalda PS Fire: ঝালদা পুরনো থানায় আগুন, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

Follow Us :

ঝালদা, ১২ এপ্রিল :  ঝালদা পুরনো থানাতে থাকা বাজেয়াপ্ত মোটর বাইক, সাইকেল, গাড়ি সহ একাধিক বাহনে আগুন লেগেছিল সোমবার ।  সেই ঘটনায় ঝালদা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল-সহ কয়েক জনের নামে জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা রুজু করল ঝালদা থানার পুলিশ।  এই ঘটনাকে নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝালদা এলাকায়।

অভিযোগ, গতকাল দুপুর ১২ সময় ঝালদা শহরের সুবর্ণ বণিক মা অন্নপূর্ণা পূজা কমিটির সম্পাদক বিপ্লব কয়াল-সহ প্রায় ২০০ জন পুজো কমিটির সদস্য ও বাসিন্দারা ঘট বিসর্জনের শোভাযাত্রা থেকে বাজি ফাটানো হয়।  সেই আগুন থেকেই থানার মধ্যে থাকা বাজেয়াপ্ত করা মোটর সাইকেল, গাড়িতে আগুন লাগে।  অভিযোগ, জ্বলন্ত বাজি থানা লক্ষ করেও ছোড়া হয় ।  সেই আগুন থেকেই জ্বলে ছারখার হয়ে যায় থানার সিজ করা এই সব জিনিস।

এই ঘটনায় ঝালদা থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে।  কংগ্রেস কাউন্সিলর সহ প্রায় ২০০ জনের বিরূদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করেন।  যদিও জেলা কংগ্রেস সভাপতির নেপাল মাহাতো বলেন, “পুলিশ মামলা করেছে।  মহিলা শিশু মিছিলে ছিল।  এই ভাবে ঝালদা থানার পুলিশ জন বিরোধী কাজ করছে।  সেখানে সিসি ক্যামেরা রয়েছে দেখলেই বোঝা যাবেকে আগুন লাগল।

দমকল আগুন নেভানোর কাজ করছে

পুলিস জানিয়েছে, এই থানাতেই আগে সমস্ত কাজ হতো।  পরে নতুন থানা ভবন তৈরি হওয়ার পর সেখানে উঠে যায়। কিন্তু, একটি অফিসার্স কোয়ার্টার রয়েছে।  সেখানেই বসবাস করেন ‘বিতর্কিত’ আইসি সঞ্জীব ঘোষ। তপন কান্দু খুনের ঘটনার পর তাঁর নাম জড়ানোয় তাঁকে আপাতত বসিয়ে রাখা হয়েছে। তাই তিনি এখন থানায় যান না। কোয়ার্টারেই থাকেন।  এছাড়াও এই থানার গুরুত্ব হচ্ছে, এখানেই শহরের সমস্ত সিসিটিভির সার্ভার রয়েছে। অর্থাৎ তপন কান্দু খুনসহ ঝালদা পুরসভার গেটে কংগ্রেসের বিক্ষোভের সব ছবি এখানে থাকার কথা। আগুন লাগার কারণ কিছুই জানা যায়নি। তবে প্রায় ৩৫-৪০টি বাইক পুড়ে গিয়েছে।

আরও পড়়ুন: Jhalda PS Fire: ঝালদা পুরনো থানায় আগুন, সিসিটিভি ফুটেজ রয়েছে এখানেই

RELATED ARTICLES

Most Popular