Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsShatrughan Sinha: আসানসোলে নতুন ইতিহাস গড়ব, মনোনয়ন পেশের পর মন্তব্য শত্রুঘ্নের

Shatrughan Sinha: আসানসোলে নতুন ইতিহাস গড়ব, মনোনয়ন পেশের পর মন্তব্য শত্রুঘ্নের

Follow Us :

আসানসোল: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আসানসোলে (Asansol By Election) এবার নতুন ইতিহাস গড়া হবে বলে দাবি করলেন শত্রুঘ্ন সিনহা। সোমবার মনোনয়নপত্র পেশ করার পর আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) বলেন, আসানসোলে জিতে সংসদে পশ্চিমবঙ্গের মানুষের জন্য আমার লড়াই জারি থাকবে। আসানসোলে এবার নয়া ইতিহাস রচিত হবে।

সোমবার হুড খোলা জিপে দলীয় সমর্থকদের নিয়ে বিশাল মিছিল করে মনোনয়নপত্র পেশ করতে আসেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। সকাল থেকে শহরের তৃণমূল কর্মীদের মধ্যে এ নিয়ে ব্যাপক উন্মাদনা ছিল। মিছিলে আয়োজন ছিল ঢাক-ঢোলেরও। তবে সেখানে কোভিড বিধির কোনও বালাই ছিল না। অধিকাংশ নেতা কর্মীর মুখে মাস্ক দেখা যায়নি। বেলা ১১টা তেই শত্রুঘ্ন পৌঁছে যান জেলাশাসকের দফতরে। কিছু টেকনিক্যাল কারণে মনোনয়নপত্র পেশ করতে (Shatrughan Sinha submitted nomination papers) ঘন্টা তিনেক সময় লেগে যায়।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর শত্রুঘ্ন বলেন, কিছু টেকনিক্যাল সমস্যা ছিল। ছোটখাটো ব্যাপার। পরে তা মিটে গিয়েছে। এদিন মানুষের ভিড় দেখে উচ্ছ্বসিত এই প্রবীণ অভিনেতা বলেন, এই ভিড়ই বলে দিচ্ছে, আসানসোলে এবার ঘাসফুল ফুটছেই।

আরও পড়ুন: Jhalda Councillor Murder: সিবিআই তদন্তই চাই, জিজ্ঞাসাবাদে পুলিসকে জানালেন তপন কান্দুর ভাইপো

শত্রুঘ্ন আরও জানান, বরাবরই ন্যায় বিচার চেয়ে প্রতিবাদে সরব হয়েছেন তিনি। নোটবন্দি থেকে শুরু করে জটিল জিএসটি, কেন্দ্রের একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে গলা ফাটিয়েছেন তিনি। বিজেপিতে থেকেও যে দলের বিভিন্ন সিদ্ধান্তের বিরোধিতায় পিছপা হননি, তাও জানিয়ে দিতে ভোলেননি তৃণমূল প্রার্থী। তাঁর অগ্রাধিকারের তালিকায় কী কী থাকবে, জানতে চাওয়া হলে শত্রুঘ্ন বলেন, আগে ভোটটা হোক। জিতে আসি। তারপর সেসব নিয়ে ভাবব। তবে মানুষের জন্য আমি লড়াই চালিয়ে যাব।

RELATED ARTICLES

Most Popular