Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsPrimary School Reopening: ঝড় থামল, স্কুল খুলল

Primary School Reopening: ঝড় থামল, স্কুল খুলল

Follow Us :

কলকাতা: বাজল ছুটির ঘণ্টা৷ না ৷ একটু ভুল হল৷ বাজল স্কুল খোলার ঘণ্টা৷ দু’বছর প্রতিক্ষার অবসান৷ যেন স্বপ্নপূরণের স্বপ্ন স্বার্থক হল৷ করোনা মুক্ত হয়ে প্রথম থেকে সপ্তম শ্রেণির পঠনপাঠন শুরু হল স্কুলে৷ হয়তো এই দিনটির জন্য অপেক্ষা করছিল সুমি, মমতা, অনুরাধা-সায়নরা৷ শেষ কবে একসঙ্গে পিঠে ব্যাগ নিয়ে স্কুলের বেঞ্চে বসে মারামারি করেছে, মনে করতে পারছে না পঞ্চম শ্রেণির এই খুদেরা৷

বছর দুই আগে সেই মার্চ মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন লকডাউন৷ করোনা৷ স্কুল বন্ধ৷ থমকে গিয়েছিল গোটাদেশ৷ গোটা মানব সমাজ৷ ঘরে বসেই চলছিল স্কুল-পড়াশোনা৷ বন্ধুরা ছিল মোবাইল-কম্পিউটার-ফোন বন্দি৷ আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হল৷ না৷ স্বাভাবিক হচ্ছে৷ আরও হতে হবে৷

স্কুল খুলল৷ পিঠে ব্যাগ নিয়ে আবার দৌঁড়ানো শুরু৷ আবার চকের গুড়োয় চুলটা সাদা হওয়ার দিন শুরু৷ আবার স্কুলের মাঠে মনের রাগ মেটানোর জন্য জামা ছেঁড়ার লড়াই শুরু৷ হ্যাঁ স্কুল জীবন শুরু৷ বেঞ্চে বসার জন্য ঠেলাঠেলি শুরু৷ এই দিনটার জন্য অপেক্ষায় ছিল সবাই৷ ক্ষণিকের বিরতি মিটল৷

রাগ-দুঃখ-অভিমান বন্ধুদের মধ্যে ভাগ করার দিন আবার শুরু৷ প্রিয় বন্ধুর হাতটা ধরে না দেখা হওয়ার রাগটা দেখানো শুরু৷

বুধবার সকাল থেকে স্কুলের পোশাক পরে ছোটরা রাস্তায় বেরল৷ যেন জানান দিল ঝড় থেমেছে৷ পৃথিবী শান্ত হয়েছে৷

RELATED ARTICLES

Most Popular