Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনThe Academy Awards 2023 | সোম সকালে অস্কার ভৈরবী

The Academy Awards 2023 | সোম সকালে অস্কার ভৈরবী

Follow Us :

প্রীতম বিশ্বাস: মার্কিন দেশে আজ সন্ধ্যা, ভারতে সোমবার সকালে ঘোষিত হবে অস্কারের ফল। সারা পৃথিবীর সিনেপ্রেমীরা আগ্রহ নিয়ে তাকিয়ে থাকবেন কার মাথায় উঠবে কোন শিরোপা সেদিকেই। তবে সবচেয়ে আকর্ষণ যে দুটি পুরস্কারের দিকে তার একটি সেরা পরিচালক, অপরটি সেরা ছবি। অধিকাংশ ক্ষেত্রেই সেরা ছরির তকমা যার জোটে সে ছবিরই কলাকুশলীরা জিতে নেন আরও বেশ কয়েকটি সম্মান। তবে এর ব্যতিক্রম যে হয় না তা নয়। বিশেষ করে কারিগরি দক্ষতার মানদণ্ডে বহু অস্কার গেছে এমন কারও কারও ঝুলিতে যার ছবি ছিল না সেরা ছবির দৌড়ে।

সেরা ছবির দৌড়ে আছে—

•    অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
•    অভতার: দ্য ওয়ে অব ওয়াটার
•    দ্য ব্যানশিস অব ইনিশেরিন
•    এলভিস
•    এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
•    দ্য ফাবেলম্যানস
•    টার
•    টপ গান: মাভেরিক
•    ট্র্যায়াঙ্গল অফ স্যাডনেস
•    উওমেন টকিং

অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট বললেই সবার আগে এরিখ মারিয়া রেমার্কের বিখ্যাত উপন্যাসের নামই মনে আসে। মনে আসে এই নামে অতীতে হয়ে যাওয়া সিনেমার কথা। অস্কারে মোট ৯টি মনোনয়ন পেয়েছে এই ছবি। প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা নিয়ে তৈরি এই ছবির পুরনো সংস্করণে প্রাধান্য পেয়েছে গল্প বলার মুন্সিয়ানা। কিন্তু সাম্প্রতিক টেকনোলজির প্রয়োগে যুদ্ধের ছবি অনেক বেশি অ্যাকশনধর্মী হয়ে ওঠে। সেভিং প্রাইভেট রায়ান দেখলেই তা মালুম হয়। তবে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্টের যুদ্ধবিরোধী বক্তব্য যদি প্রধান তাস হয়, তাহলে সেরা ছবির শিরোপা জুটলেও জুটতে পারে। কে না জানে অস্কার পুরস্কার বিবেচনায় রাজনীতি অলক্ষে হাসি হাসে। সামগ্রিকতার বিচারে অবশ্য এ ছবি সেরা ছবি হলে অনেকেই অবাক হবেন। 

আরও পড়ুন: Jawan | Shahrukh Khan | Sanjay Dutt | শাহরুখের ছবিতে সঞ্জুবাবা 

তাহলে কে এগিয়ে? গল্পের বাঁধুনি এবং সিনেমাশৈলীর মুন্সিয়ানায় এগিয়ে এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স ছবিটি। অস্কারে মোট ১১টি মনোনয়ন পেয়েছে ছবিটি। দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার পেলেও মোট ছ’টি মনোনয়ন পেয়েছিল, তাই অস্কারে ক্লিন সুইপ করা এ ছবির পক্ষে সম্ভব নাও হতে পারে। তবে নিঃসন্দেহে সেরা ছবির দৌড়ে থাকবে। 

তাহলে এ ছবির মূল প্রতিদ্বন্দ্বী কে? উঠে আসছে দ্য ফাবেলম্যানস-এর নাম। বহু যুদ্ধের জয়ী স্টিভেন স্পিলবার্গ এই ছবির পরিচালক। গত শতাব্দীর পাঁচের দশকের প্রেক্ষাপটে নির্মিত এই ছবির গল্পের অভিনবত্ব বহু চিত্র সমালোচককে মুগ্ধ করেছে। ইতিমধ্যেই সেরা ছবি ও সেরা পরিচালকের গোল্ডেন গ্লোব পুরস্কার এই ছবি জিতে নিয়েছে।
পাশাপাশি নজর রাখতে হবে টম ক্রুজ অভিনীত টপ গান: মাভেরিক ছবিটির দিকেও। অল্প হলেও সেরা ছবি হওয়ার সুযোগ রয়েছে এই ছবির।

এবার দেখে নেওয়া যাক সেরা পরিচালকের দৌড়ে আছেন কারা?

•    মার্টিন ম্যাকডোনা (দ্য ব্যানশিস অব ইনিশেরিন)
•    ড্যানিয়েল কোয়ান, ড্যানিয়েল শেইনার্ট (এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স)
•    স্টিভেন স্পিলবার্গ (দ্য ফাবেলম্যানস)
•    টড ফিল্ড (টার)
•    রুবেন ওস্তল্যান্ড (ট্র্যায়াঙ্গল অব স্যাডনেস)

মুল প্রতিদ্বন্দ্বিতা নিঃসন্দেহে স্টিভেন স্পিলবার্গ বনাম ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্টের মধ্যে। তবে সব খেলাতেই থাকে ডার্ক হর্স। কান চলচ্চিত্র উৎসবে পাম ডি’ওর পায় কিন্তু রুবেন ওস্তল্যান্ডের ট্র্যায়াঙ্গল অব স্যাডনেস। এই ছবি মূলত তিনটি অংশে বিভক্ত। দুনিয়া জুড়েই নানা উৎসবে প্রশংসিত এই ছবির চিত্রনাট্য। অস্কারে সেরা ছবি, পরিচালক ও চিত্রনাট্য বিভাগেও মনোনীত। বলাই বাহুল্য চিত্রনাট্যও খোদ পরিচালকের লেখা। তাই এই বিভাগে ডার্ক হর্স রুবেনই। ট্র্যায়াঙ্গল অব স্যাডনেসের পরিচালকের মর্নিং অব হ্যাপিনেস কি হবে সোমবারের সকাল?

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Turning Point | ছাত্র-ছাত্রীদের হতাশা কমাতে নয়া উদ্যোগ, বাজারে এল 'টার্নিং পয়েন্ট' অ্যাপ
02:11
Video thumbnail
Arjun Singh | 'সন্দেশখালিকাণ্ডে পার্থ ভৌমিকের যোগ রয়েছে', এক্স হ্যান্ডলে অভিযোগ অর্জুন সিংয়ের
02:27
Video thumbnail
Sandeshkhali | কে এই আবু তালেব? কীভাবে উত্থান?
03:00
Video thumbnail
বাংলার ৪২ | ঘাটালে কোন দল এগিয়ে?
05:58
Video thumbnail
পলিট্রিক্সের গ্রিনরুম | নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হলেন কীভাবে?
01:05:38
Video thumbnail
Loksabha Election 2024 | দ্বিতীয় দফায় ৩ কেন্দ্র থেকে গড়ে ৫ শতাংশ ভোট কম পড়েছে
01:59
Video thumbnail
Subhas Sarkar | সুভাষ সরকারের চিকিৎসক ছেলের বিরুদ্ধে FIR, চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ
03:26
Video thumbnail
Hasnabad | হাসনাবাদ থেকে বেরিয়ে গেল ফরেনসিক দল, রিপোর্ট এলে জানা যাবে বিস্ফোরণের কারণ
02:49
Video thumbnail
Purulia | বিয়ে বাড়ি যাওয়ার পথে উল্টে গেল পিক আপ ভ্যান, দুর্ঘটনায় মৃত্যু ২ আহত প্রায় ৩০
03:12
Video thumbnail
Abhishek Banerjee | প্রথম দফায় মাথা, দ্বিতীয়তে ঘাড় ভেঙেছি, তৃতীয় দফায় কোমর ভাঙব: অভিষেক
06:27