Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনদিওয়ালিতে অক্ষয়ের ধামাকা

দিওয়ালিতে অক্ষয়ের ধামাকা

Follow Us :

১৯ অগস্ট অক্ষয়ের ‘বেলবটম’ মুক্তির দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছে।প্রকাশ্যে এসে গিয়েছে ছবির জমজমাট ট্রেলারও।এবার বরং চোখ রাখা যাক আক্কির আপকামিং ফিল্ম ‘বচ্চন পাণ্ডে’-র হাল হকিকতের দিকে।একসঙ্গে একাধিক ছবির শ্যুটিং সারছেন অক্ষয় কুমার।একদিকে যেমন চলছে আনন্দ এল রাইয়ের ছবি ‘রক্ষা বন্ধন’-এর শ্যুটিং।ঠিক তেমনই মুম্বইতে বিগবাজেট ফিল্ম ‘বচ্চন পাণ্ডে’র শ্যুটিংও শেষ করেছেন অক্ষয়।শোনা যাচ্ছে এবছর দিওয়ালিতে ধামাকা করবেন বলিপাড়ার খিলাড়ি।সূত্রের খবর,দিওয়ালিতে মুক্তি পেতে পারে রোহিত শেট্টির ‘সূর্যবংশী’।পাশাপাশি মুক্তি পাবে ‘বচ্চন পাণ্ডে’-র ট্রেলারও।

পরিচালক ফারহাদ সামজির এই ছবিতে খিলাড়ির সঙ্গে অভিনয় করেছেন,কৃতি স্যানন,জ্যাকলিন ফার্নান্ডেজ,আরশাদ ওয়ারসি এবং পঙ্কজ ত্রিপাঠি। জয়সলমীরে ছবির প্রথম পর্বের শ্যুটিং হয়েছে।মুম্বইয়ের স্টুডিওতে ‘বচ্চন পাণ্ডে’-র দ্বিতীয় পর্বের শ্যুটিং সেরেছেন অক্ষয়-কৃতিরা।জয়সলমীরের শ্যুটিং পর্ব নির্বিঘ্নে ঘটলেও,করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং লকডাউনের জন্য বন্ধ হয়ে যায় ছবির শ্যুটিং।তবে গত জুনে শ্যুটিংয়ের অনুমতি পাওয়ার পরই ফ্লোরে ফেরে ‘বচ্চন পাণ্ডে’।দীর্ঘ ৫৫দিন টানা শ্যুটিং করেছেন কলাকুশলীরা।আগামী বছর ২৬জানুয়ারি মুক্তি পাবে ছবি।

RELATED ARTICLES

Most Popular