Placeholder canvas
Homeবিনোদন‘কিফ’-এ আসছেন না অমিতাভ?

‘কিফ’-এ আসছেন না অমিতাভ?

আগামী ৫ ডিসেম্বর শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

কলকাতা: সিনেমাপ্রেমীদের জন্য সুখবর। আগামী ৫ ডিসেম্বর শুরু হতে চলেছে ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র (KIFF) উৎসব। যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিবারই চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা যায় চাঁদের হাট। শাহরুখ খান, অভিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মতো দেশের একাধিক খ্যাতনামা চিত্র তারকাকেও অতীতে দেখা গিয়েছে ফিল্ম ফেস্টিভালের মঞ্চে। এবারেও থাকতে পারে একাধিক বড় চমক। তবে এবারের কিফের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকছেন না বলিউডের বিগ বি।

আরও পড়ুন: ভাইফোঁটার উৎসবে মাতলেন প্রসেনজিৎ টু ‘জুন আন্টি’ ঊষসী

জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার জন্যই নাকি কিফে আসার প্রস্তাব নাকোচ করে দিয়েছেন অমিতাভ বচ্চন।গত অগস্ট মাসে অমিতাভ বচ্চনের আমন্ত্রণে তাঁর বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই জানা গিয়েছিল, অমিতাভকে সস্ত্রীক কিফে আসার আমন্ত্রণ জানিয়ে এসেছেন মমতা। প্রাথমিক ভাবে সেই অনুরোধে সাড়া দিলেও এখন যদিও অমিতাভের মুখে অন্য সুর। তবে অমিতাভ না এলেও আসবেন জয়া বচ্চন।পাশাপাশি, এবার মঞ্চ মাতাতে দেখা যাবে দুই খানকে। সব কিছু ঠিক থাকলে কিফের মঞ্চ উজ্জ্বল করে তুলবেন সলমন ও শাহরুখ।  

দেখুন আরও অন্য খবর:

Colour Bar | কলকাতা চলচ্চিত্র উৎসবে এবার এক মঞ্চে শাহরুখ-সলমান

RELATED ARTICLES

Most Popular

Recent Comments