কলকাতা: কাজের ব্যস্ততাকে দূরে রেখে ভাইফোঁটার (Bhai Phota 2023) আনন্দে মেতে উঠলেন টলিপাড়ার সেলেবরা। ভাইফোঁটার দিনটা টলি সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। পল্লবীর থেকে ফোঁটা নেওয়ার মুহূর্তটাকে সকলের সঙ্গে শেয়ার করেছেন তিনি। প্রসেনজিৎ লেখেন, “কলকাতা হোক বা মুম্বই, ভাইফোঁটার আনন্দ মিস করা যায় না। আশা করি সকলেরই খুব ভালো কাটছে দিনটা।”
কাজের সব ব্যস্ততাকে দূরে রেখে ভাইফোঁটার দিনটা বিশেষভাবে উদযাপন করলেন পর্দার জুন আন্টি। সকলকে শুভ ভ্রাতৃদ্বিতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন তিনি। ভাইফোঁটার দিন সকল ভাই-দাদাদের একসঙ্গে ফোঁটা দিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।
আরও পড়ুন: ‘ঐশ্বর্যা’কে বিয়ের স্বপ্ন পাক ক্রিকেটারের, গর্জালেন ‘বিগ বি
অনুরাগের ছোঁয়া সিরিয়ালের অভিনেতা দিব্যজ্যোতিও ভাইফোঁটার দিন বোনের সঙ্গে ছবি শেয়ার করেছেন। একদিকে যখন দিব্যজ্যোতি ভাইফোঁটার আনন্দে মেতে উঠেছেন তখন পিছিয়ে নেই স্বস্তিকাও। তিনিও সোশ্যাল মিডিয়ায় ভাইয়ের সঙ্গে ছবি শেয়ার করেছেন। খেলনা বাড়ি ধারাবাহিকের দৌলতে এখন প্রতি ঘরে ঘরে চর্তিচ নাম মিতুল। বাস্তবের আরাত্রিকা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভাইফোঁটার ছবি।
দেখুন আরও অন্য খবর: