মুম্বই: ‘পাঠান’ (Pathaan) ছবির ‘বেশরম রং’ (Besharam Rang) গানটি নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল। গানের দৃশ্যে গেরুয়া পোশাক নিয়ে উগ্র হিন্দুবাদীদের রোষের মুখে পড়েন দীপিকা পাডুকোন। এমনকি কিছুদিন আগেই ভোজপুরী অভিনেতা তথা বিজেপির নেতা রবি কিষাণ বলেছেন, ‘বেশরম রং’-এর চিত্রায়ণ এতটা অশ্লীল না হলেও পারত। গানটির কয়েকটি দৃশ্যের উপর কাঁচি চালিয়েছিল সেন্সর বোর্ড।
এবার দীপিকা অভিনীত ‘ফাইটার’ (Fighter) ছবির দৃশ্যেও সেন্সর বোর্ড (Central Board of Film Certification) কাঁচি চালিয়েছে বলেই শোনা যাচ্ছে। ‘জনপ্রিয় এক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ‘ফাইটার’ ছবির চারটি দৃশ্য কাটছাঁট করতে বলেছে সেন্সর বোর্ড। এ ছবিটিতে দীপিকা ও হৃতিকের অন্তরঙ্গ কয়েকটি সিন বাদ দিতে বলা হয়েছে। সেই সঙ্গে বিভিন্ন ভাষায় ধূমপান-বিরোধী বার্তা দিতে বলেছে সেন্সর বোর্ড।
আরও পড়ুন: আবারও হলিউডে কাজ করবেন দীপিকা!
আগামী ২৫ জানুয়ারি আসছে ‘ফাইটার’। রঙিন পর্দায় একসাথে হৃত্বিক (Hrithik Roshan) ও দীপিকা (Deepika Padukone)-কে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুরাগীরা। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, অ্যাডভান্স বুকিং-এ এখন পর্যন্ত ৭০.৮৫ লক্ষ টাকা আয় করেছে।
আরও খবর দেখুন