Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনখুদে সুপারহিরো 'হালুয়াম্যান' আর 'হালুম ক্লাব' নিয়ে ব্যস্ত শিশুরা

খুদে সুপারহিরো ‘হালুয়াম্যান’ আর ‘হালুম ক্লাব’ নিয়ে ব্যস্ত শিশুরা

Follow Us :

বাংলা ছবির প্রথম খুদে সুপারহিরো ‘হালুয়াম্যান’ শহরে হাজির। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবি। এই ছবির গল্প ছোটদের জন্য তো বটেই কিন্তু সেইসঙ্গে এই গল্পের মাধ্যমে ছোটরা বড়দের অনেক কিছু শেখাবে। এই ছবির গল্প শুধু সুপারহিরো- সুপার পাওয়ারের কথা নয়। বিভিন্ন ধরনের সম্পর্কের টানাপোড়েন এবং বন্ধুত্বের গল্প। ছোটদের কল্পনার রাজত্বে পাড়ি দেওয়ার জন্য ‘হালুয়াম্যান’ দেখতে ভিড় করছে শিশুরা। এই ছবিতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী, সৌম্যদীপ্ত সাহা, মিমি দত্ত, উদিতা মুন্সি, বিলাস দে, পরান বন্দ্যোপাধ্যায়,কাঞ্চন মল্লিক,বিশ্বনাথ বসু,দেবলীনা কুমার,ওম প্রমূখ। ছবিটি পরিচালনা করেছেন অভিমুন্য মুখোপাধ্যায়।
অন্যদিকে শুরু হলো শিশুদের ‘হালুম ক্লাব’। যার ম্যাজিক মন্ত্রই হল ‘শুনবো-জানবো-বলবো’। সম্প্রতি দক্ষিণ কলকাতার ‘রিড বেঙ্গলি’ বুক স্টোরে হয়ে গেল অনূর্ধ্ব ১৪ বছর বয়সীদের নিয়ে ‘গল্প শোনো ছবি আঁকো’ অনুষ্ঠান। যেখানে উপস্থিত ছিলেন উৎসাহী শিশুরা। সমস্ত সৃজনশীল মাধ্যমের কাছে উদ্যোক্তাদের আবেদন ছিল শিশুদের জন্য সমসাময়িক বাংলা কন্টাক্ট তৈরি করলে ওরা নিজেরাই সেই সমস্ত কাজ নিজের ইচ্ছেতে হাতে তুলে নেবে। ‘হালুম’ এর লক্ষ্য হলো তাই। ছবি এঁকে জমজমাট এক সন্ধ্যা কাটাল সমবেত শিশুরা। নতুন সমসাময়িক বাংলা কনটেন্ট এর আশায় দিন গুনছে তারা। এমন  অনুষ্ঠানে উপস্থিত শিশুদের অভিভাবকরাও খুশি। আগামী ‘হালুম ক্লাব’-এর ইভেন্ট হবে গাছপালার মাঝে।

RELATED ARTICLES

Most Popular