Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনHatyapuri: দর্শকদের কেমন লাগল নতুন ফেলুদা আর 'হত্যাপুরী'? কিছু তথ্য জানলে...

Hatyapuri: দর্শকদের কেমন লাগল নতুন ফেলুদা আর ‘হত্যাপুরী’? কিছু তথ্য জানলে অবাক হবেন

Follow Us :

কলকাতা: প্রায় ছয় বছর পর বড় পর্দায় ‘হত্যাপুরী’ ছবির মধ্যে দিয়ে ফিরে এলেন ফেলুদা। সন্দীপ রায় পরিচালিত এই ছবি বড়দিনের ছুটিতে মুক্তি পেয়েছে। হত্যাপুরী কি দর্শকদের মন আদৌ জয় করতে পেরেছে! নতুন ফেলুদাই বা কেমন!

এমন অনেক প্রশ্ন দর্শকদের মনে ভিড় করেছে। এই ছবিতেই প্রথমবার ফেলুদার ভূমিকায় দেখা গেল অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তকে। দর্শকদের মনে একটা অল্প সংশয় অবশ্যই ছিল যে ইন্দ্রনীল প্রবাসী বাঙালি হয়ে খাঁটি বাঙালি চরিত্র ফেলুদাকে কি উজ্জ্বলভাবে ফুটিয়ে তুলতে পারবে! কিছু জায়গায় অবশ্যই ভাষার টান কিছুটা বোঝা গেলেও লুকসের দিক থেকে কিন্তু ইন্দ্রনীলকে ফেলুদা হিসেবে যথেষ্ট মানানসই লেগেছে। অনেকেরই ধারণা সেই তুলনায় জটায়ু এবং তোপসে ততটা জমাতে পারেনি। নতুন জটায়ুর ভূমিকায় দেখা গিয়েছে অভিজিৎ গুহকে। তোপসের চরিত্রে আয়ুষ দাস।

আরোও পড়ুন: Arijit Singh Live Show Confusion: কলকাতায় অরিজিতের কনসার্ট নিয়ে বিরাট সংশয়!

অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তর তীক্ষ্ণ চেহারা, চাউনি, সিগারেট ধরা, কিংবা মুচকি হাসি, মানে সবটা মিলিয়েই বেশ মানিয়ে গিয়েছে নতুন ফেলুদা হিসেবে। এমনকি ছবির শেষের দিকে তিনি আলাদা করে নজর কেড়েছেন। তবে অন্যান্য ভূমিকায় থাকা পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায়, দেবনাথ চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় বেশ ভালো অভিনয় করেছেন। তবে দর্শকদের মতে বেশ কিছুটা খামতি এই ছবিতে থাকলেও বড়দিনের ছুটিতে নতুন ফেলুদার সঙ্গে একটা দিন প্রেক্ষাগৃহে কাটিয়ে আসাই যায়।

RELATED ARTICLES

Most Popular