Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনKK | Krishna Kumar Kunnath | বন্ধুকে বিশেষ দিনে শ্রদ্ধা জানাতে কেকের...

KK | Krishna Kumar Kunnath | বন্ধুকে বিশেষ দিনে শ্রদ্ধা জানাতে কেকের গান নতুন করে গাইবেন শান-পাপনরা

Follow Us :

কলকাতা: দেখতে দেখতে এক বছর কেটে গিয়েছে। আজকের দিনেই এক বছর আগে কলকাতায় (Kolkata) কনসার্ট করতে এসে মারা যান কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। তবে কাল সীমানার গন্ডি পেরিয়েও তিনি অবিস্মরণীয়। তাঁর সৃষ্টির মধ্য দিয়েই তিনি চিরকাল বেঁচে থাকবেন। বিনোদন জগতের উজ্জ্বল নক্ষত্রের মৃত্যুবার্ষিকীতে সকলেরই মন ভারাক্রান্ত। তবে এবার কেকের মৃত্যুবার্ষিকীতে তাঁর বন্ধুরা একটা বড় চমক দিল। বন্ধুকে শ্রদ্ধা জানাতে কেকের ‘ইয়ারি’ গানটি নতুন করে গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শান (Shan)-পাপনরা (Papon)। 

কেকে-র গানের তালিকা এতটাই বড় যে বলে শেষ করা যাবে না। তাঁর গানের মাধ্যমেই বন্ধুত্ব, ভালবাসা, প্রেম, বিরহ, বিচ্ছেদ যে কোনও মুহূর্তের সঙ্গেই আমাদের নিত্যদিনের সঙ্গে কোথাও না কোথায় মিল রয়েছে। ফেয়ারওয়েল পার্টি হোক বা স্রেফ বন্ধুত্ব উদযাপন ‘ইয়ারো’ ছাড়া সেটা যেন পানসে। ফ্যাকাসে। আর তাই এবার একটা নতুন উদ্যোগ নিল McDowell’s। এদের ট্যাগলাইন হল McDowell’s নম্বর ১ ইয়ারি। আর সেই বন্ধুত্ব, বন্ধুত্বের বিশেষ দিন, ফ্রেন্ডশিপ ডেতে McDowell’s এর উদ্যোগে কেকে’কে শ্রদ্ধা জানাবেন তাঁরই বন্ধুরা। পাপন, শান, ধ্বনি- এঁরা সকলে মিলে এই গান গাইবেন।

আরও পড়ুন:Rooqma Ray | Rupsagare Moner Manush | অনেকদিন পর ছোটপর্দায় ফের রুকমা

শান বলেন, ‘বন্ধুরা আর বন্ধুত্ব আমায় সবসময়ই জীবনে এগোতে সাহায্য করেছে। বন্ধুদের সঙ্গে দেখা হলে আমি যে গান, যত গানই গাই না কেন সেটা হয় কেকে’র সেই ঐতিহাসিক ইয়ারো গানটি দিয়েই। কেকে আমার খুব কাছের বন্ধু ছিল। আমি ওকে ভালোবেসে কেকস বলে ডাকতাম। ওকে আমি খুব মিস করি। আর ওর এই আইকনিক গান রিক্রয়েট করতে পারার সুযোগ আমার কাছে অনেক বড় বিষয়। আমি এটার জন্য McDowell’s কে ধন্যবাদ জানাচ্ছি। আমি ‘কেকস’-এর জন্য জানপ্রাণ লড়িয়ে এই গানটি করব।’

এই উদ্যোগের বিষয়ে ডায়জিও ইন্ডিয়ার মার্কেটিং প্রধান রুচিরা জেটলি বলেন ‘কেকে আমাদের বন্ধুত্বের কণ্ঠ দিয়েছিল। McDowell’s নম্বর ১ ইয়ারির সঙ্গে উনি প্রথম থেকেই জড়িত ছিলেন। আমরা ওঁকে ভীষণই মিস করি। তাই এবার ওঁকে শ্রদ্ধা জানাতে শান, বেনি দয়াল, পাপন, ধ্বনি ভানুশালি, লেসলি লুইস মিলে এই গানটি রিক্রিয়েট করবেন। আমরা বিশ্বাস করি কেকে এখনও তাঁর ভক্তদের মনে তাঁর গানে গানে বেঁচে আছেন।’

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ করে অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে হোটেলে ফিরে মৃত্যু। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। কারণ কৃষ্ণকুমার কুন্নথ তো শুধু গায়ক ছিলেন না, ছিলেন একটা ইমোশন, একটা প্রজন্মের বেড়ে ওঠা তাঁর গান শুনে, তাঁর গানেই খুঁজে পাওয়া মন-খারাপ, ভালো থাকা, প্রেম-বিচ্ছেদ, কৈশোর, সদ্যযৌবন। ‘তড়াপ তড়াপ’, ‘ইয়াদ আয়েঙ্গে ওহ পাল’, ‘আঁখো মে তেরি’-র মতো হিট গান উপহার দিয়েছেন তিনি শ্রোতা-দর্শকদের। ২৬ বছরের বলিউড কেরিয়ারে কে কে তামিল, তেলেগু, মালায়লাম-সহ আরও বেশকিছু ভাষায় গান গেয়েছেন। গান গেয়েছেন মরাঠি ভাষাতেও। মারা যাওয়ার ২ মাস আগে শেষ মরাঠি গান রেকর্ড করেছিলেন কেকে। যা থাকবে আসন্ন মারাঠি ছবি ‘আমব্রেলা’য়। কেকে-র মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই গানটি প্রকাশ করেছে ‘আমব্রেলা’ টিম।

RELATED ARTICLES

Most Popular