Placeholder canvas

Placeholder canvas
HomeবিনোদনMrs Chatterjee Vs Norway | Rani Mukherjee | Look | ভারি চেহারার...

Mrs Chatterjee Vs Norway | Rani Mukherjee | Look | ভারি চেহারার রানি কাল পর্দায় আসছেন

Follow Us :

মুম্বই: আগামীকাল অর্থাৎ ১৭ মার্চ মুক্তি পাচ্ছে রানি মুখোপাধ্যায় অভিনীত ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। সন্তানকে ফিরে পেতে গোটা একটা দেশের বিরুদ্ধে এক মায়ের লড়াই ফুটে উঠবে এই ছবিতে। রানির সঙ্গে দেখা যাবে আর এক বাঙালি অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকেও এই ছবিতে। এক সত্য ঘটনার আধারে তৈরি হয়েছে এই ছবি। ইতিমধ্যেই মুক্তি পাওয়া ছবির ট্রেলারে যথেষ্ট নজর কেড়েছে মায়ের ভূমিকায় রানি মুখোপাধ্যায়। অতি সম্প্রতি সে সম্পর্কে কথা বলেছেন বঙ্গ তনয়া বলিউড অভিনেত্রী।

আরও পড়ুন: Bollywood Actress | Smoking | ‘অভিনেত্রীর ঠোঁট দুটো সুন্দর বিশ্বাস হচ্ছে না সে ধূমপায়ী’

বলিউডে বহু বক্সঅফিস হিট ছবির নায়িকা তিনি। একেবারে অন্য ধরনের চরিত্রে ব্ল্যাক ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে। মিশেলের চরিত্রে অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। তারপরে ‘মর্দানি’, ‘হিচকি’র মত অভিনীত ছবি বক্সঅফিসে সাফল্যের দোরগোড়ায় টেনে নিয়ে গিয়েছিল তাঁকে। আবারো তাকে দেখা যাবে এই নারীকেন্দ্রিক ছবিতে। তার ভক্ত অনুরাগীদের আশা এই ছবিতেও তিনি তাঁর অভিনয় পারদর্শিতা দিয়ে চমকে দিতে চলেছেন।


ছবির প্রচারে তাঁকে মাঝে মাঝেই তাঁর ব্যক্তিগত জীবন-মাতৃত্ব নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। তার শরীরের জমেছে মেদ। ছবির জন্যই তিনি ওজন বাড়িয়েছেন। কারণ যে সময়ের নারী হিসেবে তাকে দেখানো হচ্ছে ছবিতে, সেখানে তিনি তার সন্তানকে মাতৃদুগ্ধ পান করাচ্ছেন।
 রানির কথায়, ‘আদিরার জন্মের পর আমি সম্পূর্ণ বদলে গিয়েছি। সে কথা অনেকেই আমায় বলেছেন। আমার স্বামী আদিত্য প্রায়ই বলেন আদিরার জন্মের আগে আমি যেমন ছিলাম তেমনটা আর নেই। আমার নিজের ধারণা বেশিরভাগ মায়ের ক্ষেত্রেই এমনটা হয়। মাতৃত্বের প্রথম দিন থেকেই শারীরিকভাবে এবং আবেগের বদল ঘটতে থাকে। নিজের চেয়ে অন্য একটি জীবন নিয়ে বেশি সচেতন হয়ে ওঠেন নারী।’
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে রানীর চরিত্রর চেহারা একটু মোটা। ছবির জন্য তিনি ওজন বাড়িয়েছেন। নয়তো পর্দায় বেমানান লাগবে। রানির কথায় এই ছবিতে প্রতিটি দৃশ্যই যথেষ্ট গুরুত্বপূর্ণ। ছবির চিত্রনাট্য অনুযায়ী সমস্ত ছবিতে নানান ওঠাপড়ার কাহিনী রয়েছে যেগুলো একজন অভিনেত্রীর কাছে যথেষ্ট চ্যালেঞ্জিং। সংলাপেও রয়েছে বিশেষত্ব। মানুষ যখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায় তখন সে মাতৃভাষাতেই কথা বলে ফেলে। ছবিতে সেই সূক্ষ্ম অনুভূতির কথাও রয়েছে।

RELATED ARTICLES

Most Popular