Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনএকসাথে ইউরোপ যাচ্ছেন সইফ ও ঋত্বিক

একসাথে ইউরোপ যাচ্ছেন সইফ ও ঋত্বিক

Follow Us :

এবার একসাথে ছবি করবেন সইফ এবং ঋত্বিক রোশন। এই কাজ নিয়ে দুজনেই উত্তেজিত কিন্তু দুজনেই বুঝতে পারছেন না করোনা কালে বিদেশে এবং দেশে এই দীর্ঘ শুটিং আদৌ শুরু হবে কি না। মাধবন এবং বিজয় সেতুপতি অভিনীত তামিল ব্লকবাস্টার ‘বিক্রম বেদা’র হিন্দি রিমেকে অভিনয় করবেন এই দুজন তারকা। ছবিটি বহুল প্রতীক্ষিত একটি চলচ্চিত্র। সকলেই সর্বশেষ আপডেটগুলি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। খবর অনুযায়ী ঋত্বিক রোশন এবং সইফ আলি খান ‘বিক্রম বেদা’র হিন্দি ভার্সনে কাজ করার জন্য ইতিমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন। কোরোনার প্রকোপ যদি কমে তবেই জুলাই মাসেই শুটিং শুরু হতে পারে বলে সিদ্ধান্ত হয়েছে। কিন্তু বাদ সেধেছে কোভিডের ডেল্টা ভাইরাস। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে ছবির প্রথম পর্বের শুটিং হবে বিদেশে। মুম্বইয়ের সিডিউলটি হবে পরে।

প্রকাশিত খবরে আরো বলা হয়েছে এই ছবির সেট অত্যন্ত ব্যয়বহুল। ফলে করোনা কালে বিশাল সংখ্যক কলাকুশলী নিয়ে বিদেশে শুটিং করার অনুমতি পাওয়া যাবে কিনা এই নিয়ে সংশয় তৈরী হয়েছে। ইউরোপে আবার নতুন নিয়মের গেরোয় ফেঁসেছেন শিল্পীরা। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে যে Covishield ভ্যাকসিন নিলেও সেটা অক্সফোর্ড এর তৈরী ভ্যাকসিন হতে হবে. ভারতে তৈরী ভ্যাকসিন নিলে তারা ইউরোপ প্রবেশের অনুমতি পাবেন না. ইউরোপের বেশ কয়েকটি দেশ এখনো ভারতীয়দের প্রবেশের অনুমতি দেয় নি. এমন কি ঋত্বিকের অফিস থেকে জানানো হয়েছে যে অভিনেতা কোনোরকম ঝুঁকি নিতে রাজি নন। সেক্ষেত্রে প্রযোজনা সংস্থাকে শুটিং পিছিয়ে দিতে হবে। সব মিলিয়ে রীতিমতো ধোঁয়াশায় এই মহামূল্যবান প্রজেক্ট।

RELATED ARTICLES

Most Popular