সম্প্রতি দক্ষিণ কলকাতার এক অভিজাত মলের এক ক্যফেতে ‘কুরবান’ ছবির ট্রেলার লঞ্চ হয়ে গেল। উপস্থিত ছিলেন ছবির দুই প্রধান চরিত্রের অভিনেতারা। এরা হলেন অঙ্কুশ হাজরা এবং প্রিয়াঙ্কা সরকার। এছাড়াও ছিলেন পরিচালক শৈবাল মুখোপাধ্যায়।
ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে অভিনেত্রী প্রিয়াঙ্কা বলেন,”কুরবান মনুষ্যত্বের গল্প বলবে। জীবনের নানা রকম স্রোতে মানুষকে যে কত কিছু করতে হয়, সে কথাই বলবে এই কাহিনী।”
সবুজ গ্রামের প্রেক্ষাপটে সহজ সরল হাসান আর হিজলের সংসার। অন্য মানুষের থেকে একটু বেশিই যেন অনুভূতিপ্রবন হাসান। তার কারণ হয়তো তার আব্বা, আম্মি আর আম্মির হিন্দু সই – তার মাসি। একনজরে হাসানের সংসার বড়ো সুখের মনে হয়। টলোমলো পায়ে দাওয়ায়, ঘরে, উঠোনে, ঘুরে বেড়ায় তাদের মিষ্টি ছেলে হাসু, মাসির আদরের গোপাল। অন্য জীবনবোধ হাসানকে আর সবার থেকে অনেকটা একা রাখে ।যেমন সে বিশ্বাস করে – ছিপ দিয়ে মাছ ধরা আসলে বিশ্বাসঘাতকতার অন্য নাম। কারণ খাওয়ারের দাওয়াতে ডেকে তাদের মারা হয়। জীবনের শেষ লড়াই করবার সুযোগ থেকে তারা বঞ্চিত হয়। জীবন হাসানকে আলাদা ভাবে দেখে, সেও জীবনকে… হাসান বিশ্বাস করে “শুধু ভালোবাসাই মানুষের ধর্ম…!
আরও খবর পড়ুন: ইজরায়েল-হামাস যুদ্ধে অভিনেত্রীর বোন নিহত
এছাড়াও ছাড়াও শান্তিলাল মুখার্জি, কাঞ্চন মল্লিক, বুদ্ধদেব ভট্টাচার্য, সুভদ্রা মুখোপাধ্যায় এ ছবিতে আছেন।
আরও খবর দেখুন: