কলকাতা: অভিনেতা (Actor) হিসেবে রণবীর কাপুর (anbir Kapoor) বরাবরই অতুলনীয়। এমনকী, দর্শকদের বড় একটা অংশ খুব কমই তা নিয়ে প্রশ্ন তোলেন। তবে ব্যক্তিগত জীবনের কারণে বরাবরই কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। যদিও, রণবীর এখন বেশ কিছুটা মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তাঁকে ছবির প্রচারেও খুব একটা সামনে আসতে দেখা যাচ্ছে না। কিন্তু কী এমন ঘটল? যে আচমকাই মেজাজ হারালেন অভিনেতা! ধমক দিলেন পাপারাৎজিদেরও।
সম্প্রতি রণবীর কাপুরের এমন একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে যেখানে তাঁকে ভীষণই রেগে উত্তেজিত হয়ে কথা বলতে দেখা যাচ্ছে পাপারাৎজিদের সঙ্গে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘তাঁর গাড়ির উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন রণবীর। আর তখনই তাঁকে পাপারাৎজিরা পোজ দেওয়ার কথা বলেন। তাঁরা ছবি তোলার জন্য তাঁকে বলেন, ‘রণবীর ভাই একটু দাঁড়ান না।’ উত্তরে অভিনেতা মেজাজ হারিয়ে বলেন, ‘কী করব ভাই, কী করব?’ এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
আরও পড়ুন: অবশেষে ডিভোর্স পেলেন হানি সিং
উল্লেখ্য, রণবীর কাপুর এখন তাঁর আগামী ছবি নিয়ে ব্যস্ত। রামায়ণ ছবিতে তাঁকে রামের ভূমিকায় দেখা যাবে। তবে তার আগে রয়েছে ‘অ্যানিম্যাল’-এর মুক্তি। ইতিমধ্যেই এই ছবিতে রণবীর ও রশ্মিকা মন্দানার সম্পর্কের সমীকরণ সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছে। এখন দেখার রণবীর কাপুরের এই ছবি বক্স অফিসে ঠিক কতটা প্রভাব ফেলতে পারে। রণবীর কাপুরের বিপরীতে ‘অ্যানিম্যাল’ ছবিতে অভিনয় করার সুযোগ আসে রশ্মিকার। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘অ্যানিমেল’-এর টিজ়ার। এবার প্রকাশ্যে এসেছে সেই ছবির একটি গানও। গানটির নাম ‘হুয়া ম্যায়’।
দেখুন আরও অন্য খবর: