Homeআন্তর্জাতিকনিজেকে আকর্ষণীয় দেখাতে হলে পরুন নীল রঙের সার্জিক্যাল মাস্ক, বলছে গবেষণা

নিজেকে আকর্ষণীয় দেখাতে হলে পরুন নীল রঙের সার্জিক্যাল মাস্ক, বলছে গবেষণা

Follow Us :

কোভিড পরিস্থিতিতে (Corona Pandemic) মাস্ক পরা বাধ্যতামূলক। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে, এই মাস্ক নিয়ে নানা গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। কোন ধরনের মাস্ক ভাল, কোন মাস্ক ভাইরাস প্রতিরোধে বেশি কার্যকর, এই সব বিষয় নিয়ে মানুষের প্রশ্নের শেষ নেই। অনেকে আবার রীতিমতো ফ্যাশনের পর্যায়ে নিয়ে গেছে মাস্ককে। তাই সার্জিক্যাল অথবা এন-৯৫ মাস্ককে সরিয়ে রেখে রঙিন মাস্কের প্রতি আসক্তি তাঁদের। কিন্তু গবেষণায় দেখা গিয়েছে, নীল রঙের একটি সার্জিক্যাল মাস্কই (Surgical Mask) আপনাকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে।

ওয়েলসের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের (Cardiff University) তরফে একটি গবেষণা চালানো হয়। সেখানে দেখা গিয়েছে, একটি সাধারণ সার্জিক্যাল মাস্ক পরা মুখ, মাস্ক বিহীন মুখের তুলনায় অনেক বেশি আকর্ষণীয়। মাস্কের উপরে শুধু চোখ আর কপাল দেখা যাচ্ছে, কিন্তু গবেষকদের দাবি, পুরো মুখের তুলনায় এই অর্ধ ঢাকা মুখ যাদের, তাদের বেশি আকর্ষণীয় লাগছে। কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ডা. মিচেল লুইস (Michael Lewis) জানান, আগে সার্জিক্যাল মাস্ক পরে যাঁরা রাস্তায় বেরোতেন, তাঁদের দেখে সকলেই ভেবে নিতেন যে, এরা কোনও মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে তখন কোনও মাস্ক পরা ব্যক্তিকে আকর্ষণীয় বলে মনে হত না। কিন্তু এখন সময় বদলেছে। আক্রান্ত হোক বা না হোক, মাস্ক ব্যবহার করছেন সকলেই। ফলে এখন আর ভাইরাসের কারণে নয়, মাস্ক দেখে মানুষের সৌন্দর্যের বিচার করা হচ্ছে।

cardiff
ওয়েলসের কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে মাস্ক নিয়ে গবেষণা চালান বিজ্ঞানীরা

আরও পড়ুন : Covid Guidline: ৮ ঘণ্টা অন্তর বদল, পুরনো মাস্ক নষ্টের নির্দেশ কেন্দ্রের

২০২১ সালের ফেব্রুয়ারি মাসে এই গবেষণা চালায় কার্ডিফ বিশ্ববিদ্যালয়। ৪৩ জন মহিলাকে এই গবেষণায় সামিল করা হয়। তাঁদের চার ধরনের পুরুষের ছবি দেখানো হয়। যার মধ্যে ছিল মাস্কবিহীন মুখ, একটি সাধারণ কাপড়ের মাস্ক পরা মুখ, নীল রঙের সার্জিক্যাল মাস্ক পরা একটি মুখ এবং বই দিয়ে ঢাকা মুখ। এর মধ্যে কোন মুখ সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে, তাই ছিল গবেষণার বিষয়। সেখানে দেখা যায়, কাপড়ের মাস্কের তুলনায় সার্জিক্যাল মাস্ক পরা পুরুষদের বেশি পছন্দ করেছেন তাঁরা। ডাঃ মিচেল লুইস বলেন, ‘সার্জিক্যাল মাস্ক শুধু একটি মুখকে আকর্ষণীয় করে তোলে তা কিন্তু নয়। গবেষণায় আমরা দেখেছি যে, একটি কম সুন্দর মুখকে আকর্ষণীয় করে তুলতে পারে একটি সার্জিক্যাল মাস্ক।’ তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী করোনা মহামারী মানুষের চিন্তাধারায় বদল ঘটিয়েছে। মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে।’ তাই মাস্ক শুধু করোনাকে রোধ করতে নয়, মানুষকে আকর্ষণীয় করতেও সক্ষম।

RELATED ARTICLES

Most Popular