Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsRussia-Ukraine War: নাগরিকদের প্রাণ বাঁচাতে রাশিয়াকে কোনও শর্ত ছাড়াই আলোচনায় বসার প্রস্তাব...

Russia-Ukraine War: নাগরিকদের প্রাণ বাঁচাতে রাশিয়াকে কোনও শর্ত ছাড়াই আলোচনায় বসার প্রস্তাব ইউক্রেনের

Follow Us :

ইউক্রেন: দেশের নাগরিকদের বাঁচাতেই হবে।কোনও শর্ত বা সন্দিহান আর নয়।এবার রাশিয়ার সঙ্গে সরাসরি আলোচনায় বসার  প্রস্তাব দিল ইউক্রেন।ইউক্রেনের মারিউপোল শহরে এই আলোচনা হতে পারে বলে  জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মুখ্য উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক। গতকাল তার টুইটার হ্যন্ডেলে তিনি লিখেছেন, কোনও শর্ত ছাড়াই কিয়েভ একেবারে প্রস্তুত রয়েছে রাশিয়ার সঙ্গে এই বিশেষ বৈঠকের জন্য।

টুইটে  তিনি উল্লেখ করেছেন ইউক্রেনের নাগরিকদের কথা। লিখেছে, একের পর এক। দুইয়ের পর দুই । আমাদের দেশের ছেলে, আজভ, সামরিক, বেসামরিক, শিশু, জীবিত ও আহতদের বাঁচাতে হবে। সবাইকে। কারণ তারা আমাদের। কারণ তারা  আমাদের হৃদয়ে আছে। চিরকাল থাকবেও।

আরেক গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় উপদেষ্টা ডেভিড আরাখামিয়া টেলিগ্রামে বলেছেন যে, তিনি এবং পোডোলিয়াক দেশের সামরিক গ্যারিসন এবং নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে রাশিয়ান সঙ্গে আলোচনার জন্য মারিউপোলে পৌঁছাতে প্রস্তুত।

আরও পড়ুন Sanghai Corona: সাংহাইয়ে শিথিল হচ্ছে লকডাউন, মিলল ঘরের বাইরে বেরোনোর অনুমতি

প্রসঙ্গত, মারিওপোলে হাজার হাজার সৈন্য ও সাধারণ মানুষ আটকে থাকার কারণে তাঁদের উদ্ধারে একটি অভিযান চালায় ইউক্রেন। কিন্তু তাতে ব্যর্থ হয় সেনারা।তাই প্রেসিডেণ্ট ভলোদিমির জেলেনস্কি উদ্বেগ প্রকাশ করেছেন মারিওপোলের অবস্থা নিয়ে।বুধবার জানিয়েছেন, মারিউপোলের পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে।

আরও পড়ুন Businessman Kidnap: কসবায় ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিসি তৎপরতায় উদ্ধার অপহৃত

RELATED ARTICLES

Most Popular