কলকাতা: একদিনের অসম সফরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গুয়াহাটিতেই রয়েছে তাঁর প্রধান কর্মসূচি। সেখানে তৃণমূলের পার্টি অফিসের উদ্বোধন করবেন তিনি। তারপর দুপুরে কামাখ্যা মন্দিরে পুজো দেবেন অভিষেক। সেখান থেকে দলীয় অফিসে কর্মীদের সঙ্গে বৈঠক। বৈঠক করবেন দলীয় নেতৃত্বের সঙ্গে।
গোয়ার পর উত্তর-পূর্ব ভারতে নিজেদের শক্তি বাড়াতে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে তৃণমূল। তার নেতৃত্বে রয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। ইতিমধ্যেই অসমের প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বরা তৃণমূলে যোগদান করেন। এই পরিস্থিতিতে এদিন অসম সফর অভিষেকের।