1
2
3
4
5
6
7
8
9
10
11
12
K T V Clock
শিক্ষা নয়, রাজ্য সরকারের প্রায় সমস্ত দফতরে নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি ইডির
Recruitment Scam | ED | রাজ্যের সমস্ত দফতরে 'জব ব়্যাকেট' ছড়িয়ে পড়েছে, আদালতে দাবি ইডির
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published by:  রাতুল বন্দ্যোপাধ্যায়
  • Update Time : 20-03-2023, 5:56 pm

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের পর সোমবার নগর দায়রা আদালতে তোলা হয় তৃণমূলের প্রাক্তন যুবনেতা শান্তনুর ঘনিষ্ঠ অয়ন শীলকে (Ayan Shill)। পাশাপাশি সোমবার ট্রলিতে চাপিয়ে বেশকিছু নথিও আনা হয় আদালতে।

এদিন আদালতে ইডি (ED) আইনজীবী বলেন, আমরা গোল্ড মাইলে প্রবেশ করেছি। জানি না কত পরিমাণ গোল্ড রয়েছে। এই অভিযুক্ত গ্রেফতারের সঙ্গে যে পরিমাণ টাকা হদিশ পাওয়া পাশাপাশি যে ধরণের নথিও উদ্ধার হচ্ছে, তাতে আমরা স্তম্ভিত। আমরা এতদিন শুধু শিক্ষা দফতরের নিয়োগ দুর্নীতির তদন্ত করছিলাম। কিন্তু এখন দেখছি শিক্ষা নয়, রাজ্য সরকারে প্রায় সমস্ত দফতরে নিয়োগে দুর্নীতি হয়েছে। ৬০টি পুরসভায় বেআইনিভাবে ৫০০০ চাকরি হয়েছে। গোটা রাজ্যের সমস্ত দফতরে 'জব ব়্যাকেট' ছড়িয়ে পড়েছে। 

আরও পড়ুন: Ration Dealer | দিল্লিতে অবস্থান বিক্ষোভ, চার দিন রেশন দোকান বন্ধ রাজ্যে

আইনজীবী আরও বলেন, কুন্তলকে গ্রেফতারের পর শান্তনুর নাম পাওয়া যায়। শান্তনু মোবাইল থেকে অয়নের কথা জানা যায়। শান্তনুর-কুন্তলের কথপোকথন সামনে আসে। কুন্তল, অয়ন, পার্থ চট্টপাধ্যায়ের মধ্যে সেতু ছিল। চাকরি জন্য কোটি কোটি টাকা তুলেছে। এই অয়ন ৫০ কোটি টাকা তুলেছে অযোগ্য প্রার্থীদের থেকে। ওমআর শিটের (OMR Sheet) কন্ট্রোলের পাশাপাশি তৈরিও করত অয়ন। শুধু শিক্ষক নয়, মজদুর থেকে টাইপিস্ট নিয়োগেও দুর্নীতি হয়েছে। মাতার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দুর্নীতিতে ডুবে রয়েছে এই অয়ন শীল। তার জন্য বলেছি গোল্ড মাইনে প্রবেশ করেছি আমরা। জানি না কত গোল্ড পাব। কৃষ্ণ অর্জুনকে ধর্মের রাস্তা দেখিয়েছিল, এখানে এত দুর্নীতি হয়েছে যে, একমাত্র কৃষ্ণ এলেই পথ দেখাতে পারবে।

এদিন অয়নের আইনজীবী আদালতে দাবি করেন, করপোরেশনে যে রিক্রুটমেন্ট হয়েছে, তা করার জন্য পারমিশন ছিল অয়নের কাছে। এই প্রেক্ষিতে বিচারক বলেন, কে পারমিশন দিয়েছিল সরকার? অয়নের আইনজীবী হেসে সম্মতিও জানান। এদিন ইডি ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায়। যদিও শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছে আদালত।

এদিকে ইডি সূত্রের খবর, সল্টলেক এফডি ব্লকে অয়নের অফিসে হানা দিয়ে ইডি আধিকারিকরা উদ্ধার করেছে ৩০০টিরও বেশি ওএমআর শিট (OMR Sheet)। অ্যাডমিট কার্ড ও ক্যান্ডিডেট লিস্টের জেরক্স কপিও উদ্ধার করেছে তদন্তকারীরা। ৬০টি-র বেশি পুরসভা নিয়োগের ওএমআর শিট উদ্ধার করা হয়েছে। সাতটি হার্ড ডিস্ক সহ দুটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে ইডি। উদ্ধার করা হয়েছে ব্যাঙ্ক সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ নথি সহ দুটি গাড়ির নথিও।

Tags : Recruitment Scam Ayan Shill Shantanu Banerjee Kuntal Ghosh ED নিয়োগ দুর্নীতি অয়ন শীল

0     0
Please login to post your views on this article.LoginRegister as a New User

শেয়ার করুন


© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.