কলকাতা: জুন মাসে টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। বিশ্বকাপের দলে বিরাট কোহলি (Virat Kohli) থাকবেন কি না তা নিয়ে চর্চা অব্যাহত। অবশ্য এই আইপিএলে যে (IPL 2024) ফর্মে তিনি আছেন তাতে সুযোগ না পাওয়াই অস্বাভাবিক। এই মুহূর্তে অরেঞ্জ ক্যাপের মালিক কোহলি। আরসিবির হয়ে ওপেন করে প্রায় রোজ বড় রান করছেন। প্রাক্তন ভারত অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) মনে করছেন, টি২০ বিশ্বকাপে রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করা উচিত কোহলির।
রাজস্থান রয়্যালসের (RR) বিরুদ্ধে ৬৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। সৌরভ বলছেন, ভারতের হয়ে ৪০ বলে ১০০ করতে পারেন কোহলি। দিল্লি ক্যাপিটালসের (DC)টিম ডিরেক্টর বললেন, “ভারতের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ হল ভয়ডরহীন ক্রিকেট খেলা। টি২০তে বয়স সংক্রান্ত কিংবা তরুণদের খেলানোর কোনও কড়া আইন নেই। জেমস অ্যান্ডারসন এখনও টেস্ট খেলছে এবং ৩০ ওভার বল করে। এম এস ধোনি (MS Dhoni) এখনও ছয় মারছে। ওরা দুজনেই ৪০ পার করেছে। ছয় মারাটাই গুরুত্বপূর্ণ। বিরাটের ৪০ বলে শতরান করার ক্ষমতা আছে।”
আরও পড়ুন: কোহলির আউট বিতর্কে নানা মুনির নানা মত
কুড়ি-বিশের বিশ্বকাপে রোহিত-বিরাট ওপেনিং জুটির পক্ষে সওয়াল করেছেন সৌরভ। তিনি বলেন, “ভারতের দরকার মাঠে নেমে চার-ছয় হাঁকানো। রোহিত, বিরাট, সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া ইত্যাদি… এরা সবাই ব্যতিক্রমী প্রতিভা এবং ওদের ছয় মারার দক্ষতা চূড়ান্ত। দলে অভিজ্ঞতা এবং তারুণ্যের ভারসাম্য থাকা দরকার। সেরা দলে সেরকমই হয়।” আশা করা যায়, বিরাট কোহলি টি২০ বিশ্বকাপের দলে থাকবেন, তবে তিনি ওপেন করবেন কি না তা নিয়ে এখনও ধোঁয়াশা আছে।
দেখুন অন্য খবর: