Placeholder canvas

Placeholder canvas
HomeScrollযাদবপুরে অচলাবস্থা, জুটার আন্দোলনে একগুচ্ছ কর্মসূচি

যাদবপুরে অচলাবস্থা, জুটার আন্দোলনে একগুচ্ছ কর্মসূচি

Follow Us :

কলকাতা: মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জুটার সভায় গৃহীত সিদ্ধান্তের নির্যাস।
১. আগামীকাল আচার্য এবং উচ্চ শিক্ষা দফতরে চিঠি পাঠিয়ে জরুরী ভিত্তিতে appoinrment চাইছি বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার আসু সমাধান চেয়ে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ সব কাজ বন্ধ হয়ে গিয়েছে।
২. আগামী মঙ্গলবার দুপুর ২ টো থেকে ৩ টে পর্যন্ত মুখে কালো কাপড় বেঁধে অবস্থান। প্রধান দাবি, বিশ্ববিদ্যালয়কে বাঁচাতে ইউজিসির নিয়ম মেনে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান অচলাবস্থা দুর করতে হবে।
৩. বিশ্ববিদ্যালয়ের কোন কোন কাজ আটকে আছে এবং তার জন্য ছাত্র, শিক্ষক, গবেষক, শিক্ষাকর্মী এবং আধিকারিকদের কী সমস্যা হচ্ছে সেটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্যদের জানানো হবে।
৪. বিশ্ববিদ্যালয়ের সমস্যা নিয়ে সব অংশের সঙ্গে আলোচনা করা হবে এবং ২-৩ সপ্তাহ পরে ‘Save Jadavpur University’ – এই নিয়ে কনভেনশন করা হবে। এখানে প্রাক্তন ছাত্র এবং অভিভাবকদেরকেও আমন্ত্রণ জানানোর প্রস্তাব এসেছে।
৫. আমরা ভুক্তভোগী হিসাবে আদালতে আবেদন করার জন্য আইনি পরামর্শ নেওয়ার প্রস্তাব এসেছে। প্রধান বিচারপতিকে আর একবার লেখার প্রস্তাব এসেছে।
এছাড়াও প্রাথমিক ভাবে একদিনের প্রতীকী অনশন এর প্রস্তাব এসেছে।
একথাও কেউ কেউ বলেছেন, বুদ্ধদেব সাউকে এটা বলা হোক – হয় তিনি ভিসি হিসাবে সব অনুমোদন করুন ও সই করুন অথবা বলুন যে আমি ছেড়ে দিচ্ছি। ১৬ জানুয়ারি মঙ্গলবার অবস্থান ট্রিগুনা সেনের মূর্তির সামনে।

RELATED ARTICLES

Most Popular