Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent Newsরাতের কলকাতায় ঝোড়ো বাতাস-বৃষ্টি, বুধবার ভাসতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম

রাতের কলকাতায় ঝোড়ো বাতাস-বৃষ্টি, বুধবার ভাসতে পারে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম

Follow Us :

কলকাতা: ক্রমশ শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। তার জেরেই মঙ্গলবার ও বুধবার রাজ্যের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।

কাল বুধবার দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাঁকুড়া- পুরুলিয়া জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির হতে পারে৷ এ কারণে এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, হলুদ সতর্কতা জারি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ও দুই ২৪ পরগনায় এবং দুই বর্ধমানে৷ এই জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা-মাঝারি বৃষ্টি হতে পারে৷

আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, নিম্নচাপের জেরে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। মাঝে মাঝে দমকা হাওয়া বইতে পারে৷ যার সর্বোচ্চ গতিবেগ থাকবে ৬০ কিলোমিটার৷ উত্তাল থাকবে সমুদ্র। তাই, মৎস্যজীবীদির সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন-শাসকের স্তাবকতা না করার জন্যই ‘হুমকি’, কলকাতা টিভিকে কেন্দ্রের নোটিস নিয়ে সরব বাম-কংগ্রেস-তৃণমূল

আবহাওয়া দফতর সূত্রের খবর, বর্তমানে ঘূর্ণাবর্তটি উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার তা রাজ্যের উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। তাই, উপকূল অঞ্চলে বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ প্রশাসন।

RELATED ARTICLES

Most Popular