HomeকলকাতাDA Protest | IPL | Eden Gardens | ডিএ-র দাবি এবার আইপিএলের...

DA Protest | IPL | Eden Gardens | ডিএ-র দাবি এবার আইপিএলের মঞ্চে, প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ সরকারি কর্মীদের

Follow Us :

কলকাতা: ডিএ-র (DA) দাবিতে গত জানুয়ারি মাসে শুরু হয়েছিল সরকারি কর্মীদের (Government Employee) অবস্থান বিক্ষোভ। মাঝে দীর্ঘদিন অনশনও চলে সরকারি কর্মীদের। তবে হকের ডিএ-র দাবি মেটানো হয়নি সরকারের তরফে। তবে এবার বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবি উঠল আইপিএল ম্যাচে। পরনে কেকেআরের জার্সি, মুখে রাসেল-রানাদের সমর্থনে চিল চিৎকার। কিন্তু হাতের প্ল্যাকার্ডে বকেয়া ডিএ মেটানোর দাবি। সোমবার এমনই ছবি ধরা পড়েছে কলকাতার ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। 

সোমবার আইপিএলে (IPL) ইডেন উদ্যানে ছিল কলকাতা নাইট রাইডার্স এবং পঞ্জাব কিংসের ম্যাচ। সেই ম্যাচ দেখতেই ইডেনে গিয়েছিলেন বকেয়া ডিএ-এর দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের বেশ কয়েকজন। তাঁরাই গ্যালারিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে ডিএ-র দাবি জানালেন। তবে কী ভাবে প্ল্যাকার্ড নিয়ে ইডেনের মধ্যে ঢুকলেন আন্দোলনকারীরা, এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।  সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের অবশ্য দাবি, অধিকার বুঝে নেওয়ায় লড়াইয়ের কথা দর্শকদের জানানো হয়েছে প্ল্যাকার্ডে লিখে। এতে অন্যাায়ের কিছু নেই।

আরও পড়ুন:KKR vs PBKS | শেষ ভাল যার…! রিঙ্কুর চারে ম্যাচ জিতল কলকাতা

ডিএ-র দাবিতে শহিদ মিনারের নীচে অবস্থান করছেন সরকারি কর্মীদের একাংশ। সেই আন্দোলনের শততম দিনে গত শনিবার দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে মিছিল করেছিলেন তাঁরা। ইতিমধ্যে ভেস্তে গিয়েছে মমতা সরকারের সঙ্গে সরকারি কর্মীদের আলোচনা। ডিএ মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই পরিস্থিতিতে নিজেদের দাবি-দাওয়া বুঝে নিতে ইডেনে আইপিএলের মঞ্চকেই কাজে লাগালেন ডিএ আন্দোলনরত সরকারি কর্মীদের একাংশ। ডিএ-র দাবি জানানোর পাশাপাশি ম্যাচ চলাকালীন কেকেআরের সমর্থনে গলাও ফাটান তাঁরা। 

 

RELATED ARTICLES

Most Popular