HomeScrollআজ থেকে রাজ্যজুড়ে শুরু দুয়ারে সরকার শিবির

আজ থেকে রাজ্যজুড়ে শুরু দুয়ারে সরকার শিবির

Follow Us :

কলকাতা: শুক্রবার থেকে রাজ্যেজুড়ে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar Camp)। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগের মতই এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। এ বারের কম্পে সাধারণ মানুষ ৩৬টি সরকারি পরিষেবার সুবিধা পাবে। আগামী বছরেই লোকসভা নির্বাচন। তার আগেই রাজ্যে ফের দুয়ারে সরকার শিবির। নবান্ন সূত্রে খবর, লোকসভা ভোটের আগে এখনও যে সব প্রকল্পের কাজ শেষ হয়নি, তা সেরে ফেলতে এই সিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সেই শিবিরে এ বারই প্রথম উদ্যানপালন দফতরের পলি হাউস ও শেড নেটের প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে। এই প্রকল্প অনেক আগে থেকে থাকলেও ‘দুয়ারে সরকার’ শিবিরে আবেদন করা যেত না। প্রকল্পে যা খরচ হবে তার অর্ধেক টাকা সরকার ভর্তুকি দেবে। ৫০০ বর্গমিটার জমির পলি হাউস তৈরি করতে পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা খরচ হবে। তার অর্ধেক টাকা সরকার দেবে। তেমনই, এক হাজার বর্গমিটার শেড নেটের ক্ষেত্রে সাত লক্ষ ১০ হাজার টাকা খরচ হবে। সেখানে সরকার তিন লক্ষ ৫৫ হাজার টাকা ভর্তুকি দেবে।

আরও পড়ুন: দাপট দেখাচ্ছে শীত, আরও কমবে পারদ, বলছে আলিপুর

রাজ্যে দ্বিতীয়বার তৃণমূল ক্ষমতার আসার পর, দুয়ারে সরকার চালু করে। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে প্রান্তে ক্যাম্পে করে পরিষেবা পৌঁছে দেওয়া হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প। এবার এই শিবির চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে, রবিবার এবং ছুটির দিনে বন্ধ থাকবে এই শিবির। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar), স্টুডেন্টস ক্রেডিট কার্ড-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিতে পারবেন রাজ্যবাসী। এইবার দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন করার সুবিধা যুক্ত করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular