Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকনজিউমার ফোরামের বিচারক বদলিতে স্থগিতাদেশ হাইকোর্টের

কনজিউমার ফোরামের বিচারক বদলিতে স্থগিতাদেশ হাইকোর্টের

পরবর্তী শুনানি ৩০ নভেম্বর

Follow Us :

কলকাতা: কনজিউমার ফোরামের জুডিশিয়াল মেম্বার (বিচারক) বদলির বিরুদ্ধে হাইকোর্টে (Calcutta High Court) মামলা। বদলির নির্দেশের উপর স্থগিতাদেশ হাইকোর্টের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দিলেন, কতিপয় আইনজীবীর স্বার্থে এই ভাবে বিচারক বদলি করাকে সমর্থন করে না আদালত। ৩০ নভেম্বর পর্যন্ত বদলির নির্দেশ কার্যকর করা যাবে না বলে জানালেন বিচারপতি। ওইদিনই মামলার পরবর্তী শুনানি।

রাজ্য সরকারের আইনজীবী তপন মুখোপাধ্যায় সওয়ালে দাবি করেন, জনস্বার্থে বিচারকদের বদলি করতেই পারে রাজ্য। এটা স্বাভাবিক। বিচারপতি জানতে চান, এর আগে কতবার এই ধরনের বদলি করা হয়েছে? কমজিউমার ফোরামের জুডিশিয়াল মেম্বার বদলি এটাই কি প্রথম?

জবাবে সরকারি আইনজীবী জানান, বদলি করার অধিকার আছে প্রশাসনের। আসানসোল সহ মোট তিনটি বেঞ্চ রয়েছে রাজ্যে। তার জন্যই এই বদলি করা হয়েছে। এটা রুটিন বদলি। সুদেব মিত্র নামে এক বিচারককে কলকাতায় বদলি করা হয়েছে এবং শুভ্রশঙ্কর ভট্টকে বদলি করা হয়েছে আসানসোল। কারণ ওই বেঞ্চে প্রচুর মামলা পড়ে রয়েছে। বৃহত্তর জনস্বার্থে এই বদলি করা হয়েছে।

আরও পড়ুন: এভাবে মুখ বন্ধ করা যাবে না, দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে হুঁশিয়ারি মমতার

মামলাকারী বিচারকের আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের অভিযোগ, কয়েকজন আইনজীবীর স্বার্থে আঘাত লেগেছে বলেই চক্রান্ত করে তাঁকে বদলি করা হয়েছে। তিনি কলকাতার বাসিন্দা। আচমকাই তাঁকে বদলি করা হল। বিচারপতি ঘোষ বলেন, এটা প্রিন্সিপাল সেক্রেটারির ইচ্ছাকৃত সিদ্ধান্ত। আমি ৩০ নভেম্বর পর্যন্ত বদলির নির্দেশের উপর স্থগিতাদেশ দিচ্ছি।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর মামলাকারী বিচারককে কলকাতার বেঞ্চ থেকে আসানসোল বেঞ্চে বদলি করা হয়। তাঁর বিরুদ্ধে একজন আইনজীবী গত ১৮ জুন স্বাস্থ্য কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে দুর্নীতির অভিযোগ করেন। অগাস্ট মাসে প্রশাসনের তরফে তাঁর কাছে এ বিষয়ে জবাব চাওয়া হয়। মামলাকারী বিচারক তাঁর বক্তব্য প্রশাসনকে জানিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও তাঁকে ৪ অক্টোবর বদলির চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ মামলাকারীর।

আদালতের নির্দেশ, রাজ্যের উপসচিব তাঁকে যে বদলির চিঠি দিয়েছিলেন তার উপর আপাতত স্থগিতাদেশ বজায় থাকবে। ইতিমধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে তাদের বক্তব্য জানাতে হবে। পাশাপাশি আবেদনকারী বিচারকের যদি কিছু বলার থাকে তিনি তা আদালতকে জানাবেন।

পড়ুন আরও খবর:

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Loksabha Election 2024 | উলুবেড়িয়ায় কেমন হল নির্বাচন? দেখুন ভিডিও
00:00
Video thumbnail
Arjun Singh | বীজপুর বিধানসভায় অর্জুনকে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা
00:00
Video thumbnail
Loksabha Election 2024 | চোর vs ডাকাত, যুযুধান লকেট-অসীমা পাত্র, ধনেখালিতে লকেটকে ঘিরে তুলকালাম
00:00
Video thumbnail
Loksabha Election 2024 | সকাল ১১টা পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ১০৩৬টি
00:00
Video thumbnail
Lok Sabha Election 2024 | আরামবাগে সকাল সকাল মাকে নিয়ে ভোট দিলেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ
00:00
Video thumbnail
Lok Sabha Election 2024 | ধনেখালিতে 'ভুয়ো' এজেন্ট ধরলেন লকেট, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকেও ধমক লকেটের
00:00
Video thumbnail
Loksabha Election 2024 | ভোটের আগে বিজেপি নেতার থেকে খড়গপুরে নগদ উদ্ধার
00:00
Video thumbnail
Lok Sabha Election 2024 | আজ লোকসভা নির্বাচনের পঞ্চম দফা, বাংলার ৩ জেলায় ৭ কেন্দ্রে কড়া নিরাপত্তা
00:00
Video thumbnail
Lok Sabha Election 2024 | পিঙ্ক বুথ, কী কী ব্যবস্থা রয়েছে? দেখুন ভিডিও
00:00
Video thumbnail
Mamata Banerjee | বাঁকুড়ার ওন্দায় ভোটপ্রচারে মমতা, কী বললেন দেখুন ভিডিও
00:00