Placeholder canvas

Placeholder canvas
HomeScrollআজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা
HS Examination 2024

আজ থেকে শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা

Follow Us :

কলকাতা: আজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এ বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ ৯০ হাজার। রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট ৮৩৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা হবে। শিক্ষা সংসদের তরফে মোট ১৭৬টি পরীক্ষাকেন্দ্রকে সংবেদনশীল হিসাবে চিহ্নিত করা হয়েছে। পরীক্ষায় অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ পদক্ষেপ করেছে সংসদ।

শুক্রবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় ৮ লক্ষ পড়ুয়া এবার এই পরীক্ষায় বসবে। এবার পরীক্ষার সময়সূচি কিছুটা এগিয়ে আনা হয়েছে। পরীক্ষা শুরু হবে সময় সকাল ৯ টা ৪৫ মিনিটে, শেষ হবে দুপুর ১ টায়। ফলে ছাত্রছাত্রীরা বাড়তি ১৫ মিনিট হাতে সময় পাচ্ছে। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুভেচ্ছা জানিয়েছেন। প্রতিটা কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতি কেন্দ্রে থাকছে দুটি সিসিটিভি। তবে শিক্ষক মহলের প্রশ্ন, মাধ্যমিকে এত পরিমাণ মোবাইল বাজেয়াপ্ত হওয়ায় দুটি সিসিটিভি দিয়ে কী হবে।

আরও পড়ুন: কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু, বইছে ঝোড়ো হাওয়া, মৃত ২

নির্বিঘ্নে পরীক্ষা মেটাতে একাধিক উদ্যোগ নিয়েছে সাধারণ প্রশাসন থেকে পুলিশ। মাধ্যমিক পরীক্ষার মত উচ্চমাধ্যমিক পরীক্ষাও সুষ্ঠুভাবে পরিচালনা করতে তৎপর প্রসাশন। তাই আগেভাগেই পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাট করা হয়েছে। পরীক্ষার সময়ে রাজ্য জুড়ে বিভিন্ন রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে। জেলার বেশ কয়েকটি রাস্তায় পরীক্ষা শুরু এবং শেষের সময় যার নিয়ন্ত্রণ করা হবে।

উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে ইউনিক সিরিয়াল নম্বর জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ । প্রশ্নফাঁস রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। নিরাপত্তার জন্য উচ্চ মাধ্যমিকের প্রশ্নে এবার থাকবে ইউনিক সিরিয়াল নম্বর। প্রতিটি প্রশ্নের ডানদিকে উপরে এই নম্বর থাকবে। পরীক্ষার্থীদের সেই নম্বর লিখতে হবে উত্তরপত্রে।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular