Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাKolkata Airport Omicron: ওমিক্রন আতঙ্ক, কলকাতা এয়ারপোর্টে কড়া নজরদারি স্বাস্থ্য দফতরের আধিকারিকদের

Kolkata Airport Omicron: ওমিক্রন আতঙ্ক, কলকাতা এয়ারপোর্টে কড়া নজরদারি স্বাস্থ্য দফতরের আধিকারিকদের

Follow Us :

কলকাতা: শুরুটা হয়েছিল কর্নাটক দিকে। তার পর একে একে গুজরাত, মহারাষ্ট্র। ক্রমেই দেশের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ছে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট (Kolkata Airport Omicron)। কেন্দ্রের তরফে একাধিকবার চিঠি দিয়ে রাজ্যগুলিকে সংক্রমণ ঠেকাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। সেই মতো বিভিন্ন পদক্ষের করছে রাজ্য স্বাস্থ্য দফতর। কলকাতা বিমানবন্দরেও (Kolkata Airport Omicron) কড়া নজরদারি চালাচ্ছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। র‍্যানডম চেকিং করা হচ্ছে।

অন্তর্দেশীয় বিমানযাত্রীদের জন্য কলকাতা বিমানবন্দরে বেশ কয়েকমাস যাবৎ চালু রয়েছে করোনাবিধি। দার্জিলিং জেলার বাগডোগরা বিমানবন্দর বাদে দেশের যে কোনও প্রান্ত থেকে বিমানে বাংলায় ঢুকতে বাধ্যতামূলক কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ। ভ্যাকসিন না নিলে যাত্রীদের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট দেখাতে হচ্ছে। মূলত এই নথিগুলি যাচাই করে দেখছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। থার্মাল স্ক্রিনিং ক্যামেরার দিকেও নজর রাখছেন তাঁরা। 

‘বিটা’, ‘ডেল্টা’-র পর এখন বিশ্বে নতুন আতঙ্কের নাম ‘ওমিক্রন’। ১৫ বার মিউটেশনে সক্ষম করোনা ভাইরাসের এই নয়া ভ্যারিয়েন্ট ইতিমধ্যে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ছাড়াও অন্তৎ ৩৪টি দেশে থাবা বসিয়েছে। সে কারণে বিমানযাত্রীদের জন্য আগেই গাইডলাইন চালু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বাংলাদেশ, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে, সিঙ্গাপুর, হংকং, ইসরায়েল, বৎসোয়ানা থেকে ভারতে এলে বিমানবন্দরেই যাত্রীদের করোনা পরীক্ষা করতে হচ্ছে।

আরও পড়ুন: করোনার নতুন স্ট্রেন থেকে বাঁচবে ভারত? কী বলছেন চিকিৎসকেরা

পরীক্ষার রিপোর্ট এলে তবেই বিমানবন্দর থেকে বেরোনো যাচ্ছে। রিপোর্ট নেগেটিভ এলেও ৭ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে। অষ্টম দিন আবারও টেস্ট করতে হচ্ছে। সেই রিপোর্ট নেগেটিভ এলেও ৭ দিন স্বাস্থ্যের দিকে কড়া নজর রাখতে হচ্ছে। রিপোর্ট পজিটিভ এলে সেই নমুনার জিনোম সিকোয়েন্সিংও (জিন বিশ্লেষণ) করা হচ্ছে। ‘ঝুঁকিপূর্ণ দেশ’ ছাড়া অন্য দেশ থেকে ভারতে আসা যাত্রীদেরও কোভিড পরীক্ষা করাতে হচ্ছে। এ ক্ষেত্রে বিমানপিছু মাত্র ৫ শতাংশ যাত্রীর করোনা টেস্ট করলেই চলছে।

মনিটরে কড়া নজর স্বাস্থ্য দফতরের আধিকারিকের
RELATED ARTICLES

Most Popular