Tuesday, July 8, 2025
HomeBig newsমেট্রোয় এবার QR যুক্ত কাগজের টিকিট!

মেট্রোয় এবার QR যুক্ত কাগজের টিকিট!

যাত্রীদের সুবিধার্থে একের পর পর পদক্ষেপ করতেই থাকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ

Follow Us :

কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja 2023) আর হাতে গোনা কয়েকটা দিন। ঢাকে কাঠি পড়ার সময় প্রায় এসেই গেল। তাই উত্তর থেকে দক্ষিণ বা মধ্য কলকাতায় পুজোর কটা দিন আট থেকে আশি বেরিয়ে পড়েন ঠাকুর দর্শন করতে। আর রাস্তার ভীড় এড়িয়ে কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পৌঁছতে গেলে মেট্রোর (Metro) জুড়ি মেলা ভার। যাত্রীদের সুবিধার্থে একের পর পর পদক্ষেপ করতেই থাকে কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail) কর্তৃপক্ষ। এবার টিকিটের ক্ষেত্রে আরও এক যুগান্তকারী পদক্ষেপ মেট্রোর। মেট্রোতে আসতে চলেছে কিউআর কোডযুক্ত (QR Code) টিকিট।

এই বিষয়ে রবিবার মেট্রোর তরফে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধার্থে ইস্ট-ওয়েস্ট করিডোরে পেপার বেসড কিউআর কোডযুক্ত টিকিট পরীক্ষামূলকভাবে চালু করা হবে। আপাতত পরীক্ষামূলকবাবে চালু হবে এই প্রক্রিয়া। আগামী ১১ তারিখ এই করিডোরের শিয়ালদহ স্টেশনে থেকে চালু হবে নয়া এই টিকিট। যদি এই পরীক্ষমূলক পদক্ষেপ সফল হবে তাহলে এই করিডোরের সম্পূর্ণ অংশেই ধীরে ধীরে টোকেন বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে গোটা ইস্ট ওয়েস্ট করিডোরেই চালু করা হবে পেপার বেসড কিউআর কোডযুক্ত টিকিট। তবে পরীক্ষা চলাকালিন কাগজের টিকিটের পাশাপাশি টোকেনও চালু রাখা হবে বলে জানানো হয়েছে মেট্রোর তরফে।

আরও পড়ুন: আকাশে শরতের মেঘ, খুশির খবর দিল হাওয়া অফিস

মেট্রো সূত্রে খবর, গত ২০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে মোট ২৬ জন কম ভাড়ার টোকেনে বেশি দূরত্ব যাওয়ার যাত্রী ধরা পড়েছে। এছাড়া বিনা টিকিটের যাত্রীও ধরা পড়েছে বেশ কয়েকজন। জরিমানা বাবদ ওইসব যাত্রীদের থেকে মোট ৬ হাজার ৬৪৫ টাকা আদায় করেছে মেট্রো। কর্তৃপক্ষ জানাচ্ছে, টোকেন বা স্মার্ট কার্ডের কোনওটিই নেই, এমন যাত্রীর সংখ্যা কমই। বরং অল্প দূরত্বের টোকেন কিনে, তা দিয়ে বেশি দূরত্ব সফর করার প্রবণতাই যাত্রীদের একাংশের মধ্যে বেশি করে দেখা যাচ্ছে। তাই নজরদারি বাড়াচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। প্ল্যাটফর্ম থেকে বেরোনোর সময় ধরা হচ্ছে তাদের, ধার্য করা হচ্ছে জরিমানা। আর এরই মাঝে এবার টিকিটে পরিবর্তন আনার পরিকল্পনা মেট্রো কর্তৃপক্ষের।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39