Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাসোমবার থেকে কলকাতায় ৩১ জোড়া মেট্রো

সোমবার থেকে কলকাতায় ৩১ জোড়া মেট্রো

Follow Us :

কলকাতা: দ্বিতীয় ঢেউয়ের পর এ বার আনলক পর্ব। ইন্টারসিটি রেল চালুর পর আরও বেশি মেট্রো পরিষেবা।ভিড়ের চাপ কমাতে স্পেশাল মেট্রোর সংখ্যা বাড়াল মেট্রো রেল কর্তৃপক্ষ। আগামী সোমবার থেকে আরও ১১ জোড়া মেট্রো চালানো হবে। অর্থাৎ, আপ ও ডাউন মিলিয়ে এক সপ্তাহের ব্যবধানে আরও ২২টি ট্রেন বাড়ছে। শুক্রবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করল কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে, গত সোমবার অর্থাৎ, ২১ জুন থেকে ২০ জোড়া অর্থাৎ ৪০ টি মেট্রো চলতে শুরু করে৷ অর্থাৎ, সব মিলিয়ে আগামী সোমবার থেকে ৬২টি মেট্রো চালানো হবে। তবে আগের মতোই রবিবার বন্ধ থাকছে৷

এই স্পেশাল মেট্রোতে যাতায়াতের সুবিধা পাবেন হাসপাতাল, ব্যাঙ্ক, সংবাদমাধ্যম, বিমা সংস্থায় কর্মরত এবং পুলিশকর্মীরা। মূলত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাই এই পরিষেবা পাবেন। বিশেষ মেট্রোয় যাতায়াতের ক্ষেত্রে পরিচয়পত্র বাধ্যতামূলক। আপাতত টোকেন ব্যবহার করা যাবে না। শুধুমাত্র স্মার্ট কার্ডেই যাতায়াত করা যাবে।

মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আপাতত সপ্তাহে ৬ দিন সকাল সাড়ে ৮টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট এবং বিকেল ৩টে ৪৫ থেকে সন্ধে ৬টা পর্যন্ত ৩০ মিনিট মেট্রো চলবে৷ ১১-১২ মিনিটের ব্যবধানে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষ স্টেশন থেকে ট্রেন ছাড়বে।

করোনার সংক্রমণ রুখতে রাজ্যজুড়ে ১৬ মে বিধিনিষেধ জারি করা হয়েছে। তারপর কয়েক ধাপে সেই বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে।  আপাতত ১ জুলাই পর্যন্ত মেয়াদ রয়েছে। কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও গণপরিবহণ আপাতত বন্ধই রাখা হয়েছে।

 

RELATED ARTICLES

Most Popular