Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাবিনয় মিশ্র মামলায় নতুন মোড়

বিনয় মিশ্র মামলায় নতুন মোড়

Follow Us :

বিনয় মিশ্র সিবিআইয়ের সামনে তদন্তে হাজির হতে রাজি আছে। জানালেন তার আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি ভারতবর্ষে ফিরতে চান। তবে সিবিআই তাকে গ্রেফতার করতে পারবে না, এই শর্তে তিনি রাজি আছেন। পাশাপাশি সিবিআইকে রেড কর্ণার নোটিশ প্রত্যাহার করতে হবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআইয়ের কাছে জানতে চান, কয়লা মামলায় সিবিআইয়ের তদন্তের অধিকার থাকলেও গোরু পাচার কান্ডের তদন্তে সিবিআই কেন রাজ্য সরকারের অনুমতি নেয়নি। বুধবার কলকাতা হাইকোর্টে বিনয় মিশ্র সংক্রান্ত মামলার অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি হওয়ার সম্ভাবনা। উল্লেখ্য কয়লা মামলায় বিনয় মিশ্রর নাম জড়িয়ে যায়।

আরো পড়ুনকয়লাকাণ্ডে বিনয় মামলা শুনলেন না বিচারপতি

সিবিআই তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। বিনয় মিশ্রকে না পেয়ে সিবিআই রেড কর্ণার নোটিশ জারি করে। এর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে আবেদন জানায় বিনয়। তাকে গ্রেফতার করতে পারবে না এই শর্তে সিবিআইয়ের সামনে হাজির হওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। মামলার শুনানির সময় বিনয় মিশ্রর আইনজীবী হাইকোর্টে জানান, মামলা দায়েরের অনেক আগেই বিনয় মিশ্র ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ করেছেন।

আরো পড়ুন: হাইকোর্টে বিক্ষোভ আইনজীবীদের

অন্যদিকে ভানুয়াতুর সঙ্গে ভারতের কোন প্রত্যাবর্তন চুক্তি নেই ফলে সিবিআই তার নাগাল পায়নি। সশরীরে হাজির না হয়ে, ভার্চুয়াল শুনানিতে হাজির হতে চেয়ে আবেদন জানায় বিনয় মিশ্র। সিবিআই তার আবেদন নাকচ করে দেয়। সিবিআইয়ের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিনয়। পরে তাকে ভার্চুয়াল শুনানির অনুমতি দেয় আদালত।

RELATED ARTICLES

Most Popular