Placeholder canvas

Placeholder canvas
Homeকলকাতাসাবধান! মাস্ক না পরলেই জরিমানা

সাবধান! মাস্ক না পরলেই জরিমানা

Follow Us :

কলকাতা : রাজ্যে করোনা বাড়তেই কঠোর প্রশাসন। মাস্ক না পরলেই জরিমানা।

পুজোর পর করোনা সংক্রমণ বাড়তেই শুরু হয়েছে কড়াকড়ি। সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তেই পরিস্থিতি সামাল দিতে নামল পুলিশ-প্রশাসন। শহরের বিভিন্ন রাস্তায় এবং বাজারে চলল পুলিশের বিশেষ অভিযান। বিলি করা হল মাস্ক।

রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রায় হাজার ছুঁইছুঁই। করোনা বিধিনিষেধ শিকেয় তুলে দুর্গাপুজোর উচ্ছ্বাসের মাশুল যে দিতে হবে, তা চিকিৎসক থেকে বিশেষজ্ঞ সতর্ক করেছিলেন সকলেই। রাজ্যের প্রশাসনিক দফতরের তরফে জানানো হয়েছে, রাত্রিকালীন বিধিনিষেধে কোনও ছাড় দেওয়া চলবে না।

আরও পড়ুন : শব্দবাজিতে নিষেধাজ্ঞা, কালীপুজোয় রাত ৮টা থেকে দু’ঘণ্টা বাজিতে ছাড়

করোনা পরিস্থিতিতে ফের কনটেনমেন্ট জোন ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। উত্তরপাড়া পুরসভার ৭টি ওয়ার্ড ইতিমধ্যেই কনটেনমেন্ট জোনের আওতায়। সতর্ক করতে চলছে মাইকে প্রচার। মাস্ক না পরলেই জরিমানার মুখে পড়তে হবে শহরবাসীকে।

RELATED ARTICLES

Most Popular