Placeholder canvas

Placeholder canvas
HomeScrollতীব্র তাপপ্রবাহের মাঝে স্বস্তির খবর দিল আলিপুর
Weather Updates

তীব্র তাপপ্রবাহের মাঝে স্বস্তির খবর দিল আলিপুর

Follow Us :

কলকাতা: এপ্রিল মাসেই তীব্র তপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এরই মাঝে এবার সামান্য স্বস্তির খবর দিল আলিপুর। হাওয়া শনিবার অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে। বাঁকুড়া,পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের বিশেষ সতর্কতা জারি করেছে আলিপুর। একইসঙ্গে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে বৃষ্টিপাত। এ কদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝাড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কাল থেকে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

আরও পড়ুন: এনআইএ-ই হামলা করেছে, তপনের জনসভায় পাল্টা দাবি মমতার

গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর। আগামী ৬ জুন পর্যন্ত এই তাপপ্রবাহ জারি থাকবে বলে জানিয়েছিল। তবে এর মাঝেই স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর। তবে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে এখনই কোনও বৃষ্টির পূর্বাভাস দেয়নি হাওয়া অফিস। আবহাওয়াবিদরা মনে করছেন, আগামী কয়েকদিন কলকাতা সহ বিভিন্ন এলাকায় আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না।

দেখুন আরও অন্যান্য খবর:

RELATED ARTICLES

Most Popular