নয়াদিল্লি: এআই প্রযুক্তি ব্যবহার করে ভারতের লোকসভা নির্বাচনে (Loksabha Elections 2024) প্রভাব ফেলতে পারে চীন (China), সতর্ক করল বহুজাতিক সংস্থা মাইক্রোসফট (Microsoft)। তারা জানিয়েছে, চীন ইতিমধ্যেই তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে পরীক্ষামূলকভাবে এই কাজ করেছে। মাইক্রোসফটের থ্রেট ইন্টেলিজেন্স শাখার বিশেষজ্ঞেরা জানিয়েছেন, চীন ও উত্তর কোরিয়া সমর্থিত কিছু সাইবার গ্রুপ আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার নির্বাচনকেও নিশানা করছে।
মাইক্রোসফটের রিপোর্টে বলা হয়েছে, নিজস্ব স্বার্থে এআই প্রযুক্তির সাহায্যে কনটেন্ট বানিয়ে ছড়াবে চীন। নির্বাচনের ফলাফলে এসবের প্রভাব পড়ার সম্ভাবনা খুব সামান্য থাকলেও চীন ক্রমাগত মিম, ভিডিও, অডিও ছড়াতেই থাকবে যা ভবিষ্যতে প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: ভীমা কোরেগাঁও মামলায় সুপ্রিম কোর্টে জামিন সোমা সেনের
রিপোর্টে এও বলা হয়েছে, চীনা সাইবার সংস্থা ফ্লাক্স টাইফুন (Flax Typhoon) ২০২৩ সালের শেষের দিকটায় ভারত, ফিলিপিন্স, হং কং এবং আমেরিকাকে নিশানা করেছিল। এই সংস্থার কাজই হল টেলিকমিউনিকেশন সেক্টরে আক্রমণ চালানো। এ বছরের ফেব্রুয়ারি মাসে চীন সমর্থিত এক সাইবার গ্রুপ ভারত সরকারের (Government of India) বিভিন্ন কার্যালয় (যেমন পিএমও, স্বরাষ্ট্র দফতর) এবং রিলায়ান্স ও এয়ার ইন্ডিয়াকে নিশানা করেছিল।
ওয়াশিংটন পোস্টের অনুসন্ধানে জানা গিয়েছিল, ভারত সরকারের অভিবাসন দফতরের ৯৫.২ জিবি তথ্য হাতিয়ে নিয়েছিল হ্যাকাররা। ফাঁস হয়ে যাওয়া ফাইলগুলি পোস্ট করা হয় জিটহাব-এ। মাইক্রোসফটের রিপোর্টে এও বলা হয়েছে, চাইনিজ কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সাইবার সংস্থা স্টর্ম-১৩৭৬ মান্দারিন ও ইংরেজি ভাষায় এআই প্রযুক্তি দিয়ে বানানো ভিডিও প্রকাশ করে। সেই ভিডিওয় দাবি করা হয়, মায়ানমারে বিশৃঙ্খলার জন্য আমেরিকা ও ভারত দায়ী।
দেখুন অন্য খবর: