Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাSuvendu Adhikari: শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মিছিল আটকাল বিধাননগর পুলিস

Suvendu Adhikari: শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মিছিল আটকাল বিধাননগর পুলিস

Follow Us :

কলকাতা: পুরভোটের আগে ‘সন্ত্রাস’ এর প্রতিবাদে সোমবার বিধাননগরে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)। বিধাননগর পুলিস কমিশনারেটের সামনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিক্ষোভ চলে। কমিশনার অফিস অভিমুখী বিজেপির মিছিল আটকে দেয় পুলিস। শুভেন্দু এবং অন্য বিজেপি নেতারা রাস্তাতেই বসে পড়েন।

পরে শুভেন্দু বলেন, পাঁচদিন আগে আমাদের কর্মসূচির কথা পুলিস কমিশনারকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও উনি আজ ভয়ের চোটে পালিয়ে গিয়েছেন। তাঁর অভিযোগ, আটদিন আগে বিধাননগরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা চালায় তৃণমূল। তার আগে পানিহাটিতেও এক বিজেপি নেতার উপর হামলা চালানো হয়েছে। কোনও ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিস।

বিরোধী দলনেতা বলেন, এর প্রতিবাদেই পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম। কিন্তু পুলিস কমিশনার পালিয়ে গিয়েছেন। তাঁর অভিযোগ, রাজ্যে গণতন্ত্র বলে কিছু নেই। তিনি বলেন, ‘গণতন্ত্রের দাবিতে আমাদের লড়াই চলবে। এই লড়াইয়ে আমরা জিতবই।’

বিজেপির বিক্ষোভ

শুভেন্দু বলেন, ‘এ রাজ্যের পুলিস তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনও শাসক দলের দলদাস। আমরা বিধাননগরে হামলার ঘটনায় জড়িত তিন দুষ্কৃতীকে গ্রেফতারের দাবি জানিয়েছিলাম। আজ পর্যন্ত বিধাননগর পুলিস কারও টিকি ছুঁতে পারেনি। আমরা এখানে মারামারি করতে আসিনি। তবু, আমাদের ঠেকাতে লাঠি ও গ্যাসধারী পুলিস এবং জলকামান মজুত রাখা হয়েছে। আশপাশের থানা থেকে বিশাল পুলিসবাহিনী নিয়ে আসা হয়েছে। এর থেকেই বোঝা যায় শাসকদল বিজেপিকে কতটা ভয় পায়। তৃণমূলের এই দম্ভ আর বেশিদিন চলবে না। মানুষ সব বুঝে নেবে।’

RELATED ARTICLES

Most Popular