Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমহিলাদের প্রতি কুকথা, দিলীপকে চূড়ান্ত সতর্ক করল কমিশন
Lok Sabha Election 2024

মহিলাদের প্রতি কুকথা, দিলীপকে চূড়ান্ত সতর্ক করল কমিশন

Follow Us :

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যেকে নিয়ে তাঁকে সতর্ক করে নোটিস দিল নির্বাচন কমিশন। দিলীপের উদ্দেশে কমিশনের বার্তা, আদর্শ নির্বাচনী আচরণবিধি চলার সময়ে তিনি যেন সতর্ক থাকেন।

উল্লেখ্য, মঙ্গলবার দিলীপ মুখ্যমন্ত্রী সম্পর্কে বলেছিলেন, বিহার, ইউপি থেকে দিদি গোয়াতে গিয়ে বলেন গোয়ার মেয়ে। ত্রিপুরাতে গিয়ে বলেন ত্রিপুরার মেয়ে। এর পরেই তিনি মমতার উদ্দেশে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ করেন বলে অভিযোগ। দিলীপের ওই মন্তব্যের প্রতিবাদে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূল। নির্বাচন কমিশনের কলকাতা দফতরে গিয়ে দিলীপের বিরুদ্ধে অভিযোগ করেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। এরপরই রিপোর্ট চেয়ে পাঠায় জাতীয় নির্বাচন কমিশন। তারপরই দিলীপকে শো-কজের নোটিস দেয়। একইসঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও শো-কজ নোটিস পাঠায় দিলীপের কাছে।

আরও পড়ুন: বীরভূমের বিজেপি প্রার্থী নিয়ে কোনও পোস্ট করেননি, দাবি শতাব্দীর

সোমবার কমিশনের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়, তারা দিলীপের মন্তব্য শুনে এই সিদ্ধান্তে এসেছেন যে, বিজেপি প্রার্থী অত্যন্ত নিচু মানের ব্যক্তিগত আক্রমণ করেছেন এবং আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন।

ভারতীয় সমাজে মেয়েদের যে একটি উঁচু স্থান রয়েছে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছে কমিশন। কমিশনের তরফে বলা হয়েছে নির্বাচনী প্রক্রিয়ায় মেয়েদের অংশগ্রহণ এবং প্রতিনিধিত্ব বৃদ্ধি করতে কাজ করে চলেছে তারা। এই আবহে মেয়েদের অবস্থানের কোনও ক্ষতি হলে তারা বিষয়টি মেনে নেবে না বলে জানিয়েছে কমিশন।

দেখুন আরও অন্যান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular