Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাAnubrata Mandal মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল

Anubrata Mandal মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস অনুব্রত মণ্ডল

Follow Us :

অন্তত বারো বছরের পুরানো মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় এবার মুক্তি পেলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। শুক্রবার বিধাননগরের এমপি-এমএলএ আদালতে অনুব্রত সহ ১৪ জন অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। বাম সরকার ক্ষমতায় থাকাকালীন ২০১০ সালে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার মল্লিকপুরে বিস্ফোরণের ঘটনায় কয়েকজন জখম হয়েছিলেন।

তার মধ্যে দু’জনের জখম ছিল গুরুতর। মূলত রাজনৈতিক শত্রুতার কারণেই হামলা চালানো হয়েছিল বলে ওই সময় অভিযোগ ওঠে। সেই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন অনুব্রত এবং কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ-সহ ১৫ জন। এর মধ্যেই মামলা চলাকালীন এক অভিযুক্তের মৃত্যু হয়।     

আরও পড়ুন: Anubrata Mandal: কেষ্টর কালীপুজোয় ৭০০ ভরি গয়না, সিবিআইয়ের নজর সম্পদের উৎসে

শুক্রবার আসানসোলের বিশেষ সংশোধনাগার থেকে বিধাননগরে এমপি-এমএলএ আদালতে নিয়ে যাওয়া হয অনুব্রত মন্ডলকে। জেল থেকে বেরোনোর সময় তাঁকে  প্রশ্ন করা হয়, মমতা ব্যানার্জি বলেছেন বীরভূমের মানুষ আপনাকে জেল থেকে নিয়ে যাবে। এই প্রশ্নের উত্তরে অনুব্রত মণ্ডল বলেন, জেলের মধ্যে কেউ থাকে না। জেলে গেলে ছাড়া পায় আমিও নিশ্চয়ই ছাড়া পাব। 

পরে বিধাননগর আদালতে থেকে বার হওয়ার সময় অনুব্রত মণ্ডল বলেন, সত্যের জয় হল। তাঁর কাছে জানতে চাওয়া হয় দিদি যে ভাবে প্রথম থেকে তাঁর পাশে রয়েছেন অন্যান্য মামলাগুলি থেকেও কি তিনি একইভাবে মুক্তির আশা করছেন?  জবাবে অনুব্রত বলেন, আমি কি কোনও অন্যায় করেছি নাকি? খালি দেখে যাও। 

বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আইনজীবী সৌভিক বসু বলেন, দশ বছরেরও পুরানো একটি রাজনৈতিক হিংসার মামলায় কোনও তথ্যপ্রমাণ না পেয়ে আদালত আমার মক্কেলকে বেকসুর খালাস ঘোষণা করেছে। মোট ১৪ জন অভিযুক্তের মধ্যে সকলেই ছাড়া পেয়েছেন। সত্যমেব জয়তে।    

RELATED ARTICLES

Most Popular