Placeholder canvas

Placeholder canvas
HomePanchayat Election 2023 | ভাঙড়ে ফের বোমাবাজি, চার আইএসএফ সমর্থক জখম
Array

Panchayat Election 2023 | ভাঙড়ে ফের বোমাবাজি, চার আইএসএফ সমর্থক জখম

Follow Us :

ভাঙড়: ভাঙড়ে (Bhangar) ফের বোমাবাজি। ঘটনায় চার আইএসএফ সমর্থক জখম। ঘটনাটি ঘটেছে চালতাবেড়িয়ার (Chaltaberia) চকমরিচা গ্রামে। মঙ্গলবার এই চালতাবেড়িয়ার কাঁঠালিয়ায় (Kanthalia) গুলিতে মৃত্যু হয়েছিল তিন জনের। তার মধ্যে দুজন আইএসএফ কর্মী ছিল। বৃস্পতিবার চালতাবেড়িয়ায় বোমা ফেটে আহত হয়েছেন চার জন। ভাঙড়ে আইএসএফের শক্ত ঘাঁটি চালতাবেড়িয়া। এখানে অল্প ব্যবধানে আইএসএফকে (ISF) পিছনে ফেলে জিতেছে তৃণমূল। ফল বেরনোর পর থেকে নতুন করে অশান্তি শুরু হয়েছে। জারি করা হয় ১৪৪ ধারা। তাতেও অশান্তি এড়ানো গেল না। দিনের বেলায় বোমা ফেটে আহত হলেন চার আইএসএফ সমর্থক। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এই বিষয়ে এক তৃণমূল কর্মীর বক্তব্য, আইএসএফ সমর্থকরা বোমা বাঁধার কাজ করছিলেন। সেই বোমা দুর্ঘটনাবশত ফেটে আহত হন ওই চার আইএসএফ সমর্থক। 

জানা গিয়েছে, ঘটনার পর বাসন্তী হাইওয়ে (Basanti Highway) দিয়ে আহতরা পালানোর চেষ্টা করছিলেন। ঠিক সেইসময় কাঁটাতলা এলাকা থেকে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ তাঁদের ধরে ফেলে। পালানোর সময় পুলিশের চেকিংয়ে ধরা পড়েন চার জন। আহত হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। এই বিষয়ে আইএসএফ নেতাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

আরও পড়ুন: Panchayat Election 2023 | বুথে অসুস্থ পিসাইডিং অফিসারের মৃত্যু 

পঞ্চায়েতের দিন ঘোষণার পর থেকে বার বার শিরোনামে উঠে এসেছিল ভাঙড়। মনোয়নপর্ব থেকে রাজনৈতিক হিংসায় কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল ও আইএসএফের সংঘর্ষে ৩ জনের মৃত্যুও হয়েছে। তারপরও বারে বারে উত্তপ্ত হয়ে উঠেছিল ভাঙড়। এমন কি আরাবুলের ছেলের গাড়ির ড্যাসবোর্ড থেকে বোমাও উদ্ধার হয়। যা ঘিরে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি। ঘটনায় সরব হয় বিরোধীরা। হিংসা উপদ্রুত এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

ভোট গণনার (Counting) রাতে মুড়ি মুড়কির মতো বোমাবাজিতে আইএসএফ (ISF) তৃণমূলের (TMC) সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড় (Bhangar)। রাতভর এলাকায় চলেছে বোমাবাজি, অস্ত্র হাতে দাপাদাপি। গণনার রাতেই সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন জনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Nausad Siddique) সিবিআই (CBI) তদন্তের (Investigation) দাবি জানিয়েছেন।  

এদিকে এক ভিডিও বার্তায় ভাঙড়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সেখানকার বিধায়ক নওশাদ সিদ্দিকি। তিনি এই ব্যাপারে আইনি পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন। 

RELATED ARTICLES

Most Popular