Placeholder canvas

Placeholder canvas
HomeBihar-BJP Protest | বিহারে পুলিশের লাঠির ঘায়ে বিজেপি নেতার মৃত্যু, প্রতিবাদে শুক্রে...
Array

Bihar-BJP Protest | বিহারে পুলিশের লাঠির ঘায়ে বিজেপি নেতার মৃত্যু, প্রতিবাদে শুক্রে রাজভবন অভিযান

Follow Us :

পাটনা: বিজেপির পাটনা বিধানসভা অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধল বৃহস্পতিবার। পুলিশের লাঠির ঘায়ে এক বিজেপি নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ। বিজেপি এই ঘটনার দায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ঘাড়ে চাপিয়েছে। এদিন রাজ্যে শিক্ষক নিয়োগের প্রতিবাদে বিধানসভা অভিযানের ডাক দেয় বিজেপি। সেই মিছিলকে কেন্দ্র করে প্রবল অশান্তি বাধে। পুলিশ লাঠিচার্জ করে, জলকামান চালায় ও কাঁদানে গ্যাসও ছোড়ে। শহরের ডাকবাংলা চৌরাহায় বিজেপি নেতা বিজয়কুমার সিংয়ের পিঠে ওই সময় ডান্ডা মারে পুলিশ। তাতে তিনি মারাত্মক রকমের জখম হন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।

বিজেপির প্রবীণ নেতা রাজ্যসভার সদস্য সুশীলকুমার মোদি টুইটে তাঁর মৃত্যুর কথা জানান। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেন, রাজ্য সরকারের ব্যর্থতা ও অপদার্থতার নজির হল বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জের ঘটনা। মহাগাঁটবন্ধনের সরকার গণতন্ত্রের উপর আঘাত হানছে। দুর্নীতির দুর্গ অটুট রাখতে সরকার এটা করছে। তেজস্বী যাদবের নাম না করে নাড্ডা বলেন, যে ব্যক্তি দুর্নীতিতে অভিযুক্ত তাঁকে বাঁচাতে গিয়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিজের নীতি-নৈতিকতা বিস্মৃত হয়েছেন।

আরও পড়ুন: Panchayat Election | হিংসা নিয়ে নবান্নে মুখ্যসচিবের জরুরি বৈঠক

জেহানাবাদ জেলা সম্পাদকের মৃত্যুর প্রতিবাদে বিজেপি আগামিকাল রাজভবন অভিযানের ডাক দিয়েছে। আরএলজেডি নেতা উপেন্দ্র কুশওয়া নীতীশ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। যখন কোনও সরকার প্রতিবাদী মানুষের উপর লাঠি চালায় তখন বুঝতে হবে সেই সরকারের আর বেশিদিন নেই। এদিনের ঘটনা এককথায় বলা যায় নীতীশ কুমারের বিদায়ঘণ্টা বাজিয়ে দিল।

RELATED ARTICLES

Most Popular