Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরTMC Worker Murder: ক্যানিংয়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আটক ৪

TMC Worker Murder: ক্যানিংয়ে তৃণমূল কর্মী খুনের ঘটনায় আটক ৪

Follow Us :

ক্যানিং: ক্যানিংয়ে তিন তৃণমূল কর্মী খুনের ঘটনায় আটক ৪। শুক্রবার সকালে ওই চারজনকে আটক করে ক্যানিং থানার পুলিস। তবে মূল অভিযুক্ত এখনও অধরা। ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। ময়নাতদন্তের পর নিহত তিন তৃণমূল কর্মীর দেহ এদিন সকালেই গ্রামে আসে। এলাকায় শোকের ছায়া। এখনও আতঙ্ক রয়েছে ক্যানিংয়ের ওই গ্রামে। অশান্তি এড়াতে এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে। 

বৃহস্পতিবার সকালে পঞ্চায়েত সদস্য-সহ তিন তৃণমূল কর্মী খুন হন ক্যানিংয়ের গোপালপুর অঞ্চলের কচুয়া পিয়ার পার্ক এলাকায়। মৃত পঞ্চায়েত সদস্যের নাম স্বপন মাঝি, ঝন্টু হালদার, ভূতনাথ প্রামাণিক। বাইকে চেপে যাওয়ার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। প্রথমে গুলি করা হয় তাঁদের। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে গলায়ও কোপ মারা হয় তাঁদের। ঘটনাস্থলেই মারা যান তিনজন। তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের কাজ এটা। এই ঘটনার পূর্ণ তদন্ত করে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল।

ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস জানান, বৃহস্পতিবার ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ডাকা বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন স্বপন। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কর্মী ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামাণিক। তখনই এই ঘটনা ঘটে। 

ক্যানিংয়ে খুনের ঘটনায় এডিজি (দক্ষিণবঙ্গ) সিদ্ধিনাথ গুপ্তা জানান, ইতিমধ্যে পুলিসের কাছে একাধিক সূত্র এসেছে। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি তা সমাধান হবে বলেও জানান তিনি। তবে এই ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই বলেই প্রাথমিক অনুমান প্রশাসনের। 

RELATED ARTICLES

Most Popular