Placeholder canvas

Placeholder canvas
Homeআন্তর্জাতিকজি ২০ সম্মেলনে আসছেন না চীনের প্রেসিডেন্ট, পুতিনের পর বৈঠক এড়াচ্ছেন জিনপিং

জি ২০ সম্মেলনে আসছেন না চীনের প্রেসিডেন্ট, পুতিনের পর বৈঠক এড়াচ্ছেন জিনপিং

Follow Us :

বেজিং ও নয়াদিল্লি: জি ২০ সম্মেলনে নাও আসতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খুব সম্ভবত ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা, সাম্প্রতিক মানচিত্র বিতর্ক, ইউক্রেন যুদ্ধ নিয়ে অস্বস্তি এড়াতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গরহাজিরা এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ এড়াতেই জি ২০ সম্মেলন পাশ কাটাতে চলেছেন জিনপিং। আগামী সপ্তাহেই নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে বসতে চলেছে জি ২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন। তার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। চীনা প্রেসিডেন্টের জন্য হোটেলও বুক করা হয়ে গিয়েছে। তা সত্ত্বেও প্রায় শেষ মুহূর্তে জিনপিং সম্মেলনে নাও আসতে পারেন বলে অনুমান করা হচ্ছে।

এক কূটনীতিকসহ চীনে কর্মরত দুই ভারতীয় আধিকারিক এবং অন্য একটি দেশের আধিকারিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স লিখেছে, জিনপিংয়ের প্রতিনিধি হিসেবে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ৯-১০ সেপ্টেম্বর হাজির থাকবেন নয়াদিল্লিতে। যদিও দুদেশের বিদেশ মুখপাত্ররা এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

আরও পড়ুন: জোটের রাখিবন্ধনের কাউন্টডাউন শুরু, সিনে-তারকার শহরে হাজির রাজ-তারকারা

জি ২০ সম্মেলনের আগে ৫-৭ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার জাকার্তায় পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশীয় নেতাদের সম্মেলনেও যাবেন চীনা প্রধানমন্ত্রী। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, নয়াদিল্লিতে শি-বাইডেনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত ছিল। বিশ্বের দুই মহাশক্তিধর রাষ্ট্রপ্রধান সেই অস্বস্তি এড়াতেই সরে দাঁড়াতে পারেন জিনপিং। কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে বাণিজ্য এবং ভূরাজনৈতিক উত্তেজনা চরমে রয়েছে চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য ইউরোপীয় দেশগুলির।

প্রসঙ্গত, গতবছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি ২০ বৈঠকের ফাঁকেই দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হয়েছিল। আয়োজক দেশ ভারতের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, আমরা শুনেছি জি-এর জায়গায় চীনের প্রধানমন্ত্রী আসছেন। চীনে স্থিত দুই বিদেশি কূটনীতিকও জানিয়েছেন, দিল্লিতে যাচ্ছেন না জিনপিং।

RELATED ARTICLES

Most Popular