Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরBudge Budge | Firecracker Incident|  মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণের তদন্তে সিআইডি

Budge Budge | Firecracker Incident|  মহেশতলায় বাজি কারখানায় বিস্ফোরণের তদন্তে সিআইডি

Follow Us :

মহেশতলা: দক্ষিণ ২৪ পরগনার বজবজের মহেশতলায় (Maheshtala) বাজি (Firecracker) কারখানার বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে উদ্ধার করা হয় ২০ হাজার কেজিরও বেশি বাজি, এমনটাই পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া বাজিগুলো ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। সিআইডি আধিকারিক সহ মহেশতলা থানার আইসি ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি দুটি থানার যৌথ অভিযানে মোট ৩৭ হাজার কেজি বাজি বাজেয়াপ্ত করা হয়েছে।তাদের সোমবার আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। 

এদিকে, সোমবার সিআইডি আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন। বাড়ির ছাদে ঘুরে দেখেন যেখানে গতকাল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। পাশাপাশি বাড়িতে কি ধরনের দাহ্য বস্তু ছিল, আগুনের উৎস কোথায় এই বিষয়গুলোও খতিয়ে দেখছেন তারা।        

আরও পড়ুন: Satabdi Roy | মদনের পর সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে বিস্ফোরক শতাব্দী 

উল্লেখ্য, পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। তার মধ্যেই একই ঘটনা ঘটে গেল দক্ষিণ ২৪ পরগনার বজবজে। রবিবার সন্ধ্যায় চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। তাঁদের নাম জয়শ্রী ঘাটি (৬৫), পম্পা ঘাটি (১০)। ঘটনার পর তাঁদের বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক জন।

RELATED ARTICLES

Most Popular