Placeholder canvas

Placeholder canvas
HomePanchayat Election 2023 | Hariharpara | হরিহরপাড়ায় ব্যালট বক্স ছুড়ে মাথা ফাটানো...
Array

Panchayat Election 2023 | Hariharpara | হরিহরপাড়ায় ব্যালট বক্স ছুড়ে মাথা ফাটানো হল মহিলার! 

Follow Us :

হরিহরপাড়া: সকাল থেকেই উত্তপ্ত রাজ্যের বিভিন্ন জেলা। শনিবার সকালে ভোটপর্ব চলাকালীন ভোটের ব্যালট বাক্স ছুড়ে এক মহিলার মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ওই মহিলার নাম মনোয়ারা বিবি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এদিন ঘটনাটি ঘটেছে, হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েতের হরিহরপাড়া স্কুলের ৪ নম্বর বুথে। 

অভিযোগ, ভোট চলাকালীন হঠাৎই ব্যালট বাক্স ছুড়ে দেয় কংগ্রেস কর্মী সমর্থকরা। মনোয়ারা বিবি নামে ওই তৃণমূল সমর্থকের মাথায় এসে সেই ব্যালট বাক্স লাগে। এরপর ওই রক্তাক্ত মহিলাকে হরিহরপাড়া ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলা নিজের ভোট দিতে পারেননি বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তারপর শুরু হয় ভোটদান পর্ব। 

আরও পড়ুন: Panchayat Election | Bhirbhum | BJP | TMC | বীরভূমে ময়ূরেশ্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

এদিকে সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হতেই মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, লদিয়া, হাওয়া, মালদহ, কোচবিহার রক্তের স্রোতে ভাসছে। ভোটের সকাল থেকেই তেতে রয়েছে মুর্শিদাবাদ। সামশেরগঞ্জের গুলিবিদ্ধ এক মহিলা। রেবিনা বিবি নামে ওই মহিলার বুকে ও হাতে গুলি লেগেছে। তাঁকে আশঙ্কা জনক অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সামশেরগঞ্জ থানার ঘনশ্যামপুর গ্রামে গুলিবিদ্ধ ওই মহিলা সিপিআইএম সমর্থক বলে দাবি। ভোট শুরুর মুখে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদহ ব্লকের মহিষবাথানি অঞ্চলের এক নম্বর বুথের খুনিবাথান এলাকা।

নদীয়ার চাপড়ার কল্যাণদহে আরও একজন ভোটের বলি। খুন তৃণমূল কর্মী আমজাদ আলি শেখ। দুষ্কৃতীদের হামলায় মৃত্যু হয় আমজাদ আলি নামক এক তৃণমূল কর্মীর। চাপড়ার ৪৮ নম্বর বুথের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোট দিতে যাওয়ার সময় ১০-১১ জন তৃণমূল কর্মীর উপর চড়াও হয় কংগ্রেস সমর্থিত দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে। সেই হামলাতেই মৃত্যু হয়েছে আমজাদের।
 

এদিকে গতকাল রাতে বেলডাঙ্গার এলাকার বাবর আলি নামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে। পাশপাশি রেজিনগর থানার নাজিরপুর এলাকা থেকে তৃণমূল কর্মী ইয়াসিন শেখের মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে বোমা মেরে খুন করা হয়েছে বলে অভিযোগ। অন্যদিকে এদিন সকালে খড়গ্রামের রতনপুরে সতরুদ্দিন শেখকে কুপিয়ে খুন করা হয়। তিনিও তৃণমুল কর্মী বলে জানা গিয়েছে। এদিকে ভোটের হিংসায় আহত এক মহিলা সহ চারজন। তাঁদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular