Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যLalan Sheikh : লালন কাণ্ডে বিভাগীয় তদন্তের রিপোর্ট সোমবারের মধ্যে পেশ করার...

Lalan Sheikh : লালন কাণ্ডে বিভাগীয় তদন্তের রিপোর্ট সোমবারের মধ্যে পেশ করার নির্দেশ সিবিআইকে

Follow Us :

কলকাতা: সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের  মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে বিভাগীয় তদন্তের রিপোর্ট আদালতে পেশ করতে হবে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। ওই দিনই পরবর্তী শুনানি হবে। 

বৃহস্পতিবার লালন শেখ মামলার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সিবিআইয়ের (CBI) আইনজীবী জানান, বুধবার হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ সিআইডি (CID) তদন্তের উপর এই ভরসা রেখেছে। ইতিমধ্যে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। কিন্তু হাইকোর্টের কোন বিচারপতিকে দিয়ে এর তদন্ত করানো হোক। বিচারবিভাগীয় তদন্ত (Judicial Enquiry) চাই। ২০০২ এর সুপ্রিম কোর্টের রায়ে নিদর্শন আছে হাইকোর্টের কর্মরত কোনও বিচারপতিকে বিচার বিভাগীয় তদন্তে নিযুক্ত করা যায়। নিয়মানুযায়ী ওই জায়গার সিসিটিভি লাগানোর কথা। এক্ষেত্রে সিবিআই ক্যাম্পে কোন সিসিটিভি ছিল না। নিয়ম অনুযায়ী জাতীয় মানবাধিকার কমিশন কে জানানো হয়নি।

সিবিআইয়ের আইনজীবীর সওয়াল, বগটুই, কয়লা এবং গরুপাচার তিনটি একটার সাথে অপরের সম্পর্ক রয়েছে। বিভিন্ন রায়ে নিদর্শন আছে রাজ্য ও কেন্দ্রের মধ্যে তদন্তকারী সংস্থার সঙ্গে কোন বিভেদ তৈরি হলে সে ক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ আছে। বিভাগীয় তদন্তও হচ্ছে। ওই বিভগীয় তদন্তের রিপোর্ট ১৯ ডিসেম্বরের মধ্যে পেশ করার নির্দেশ আদালতের।

সিবিআই আইনজীবী ধীরাজ দ্বিবেদির যুক্তি, যে আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে তারা ঘটনার সঙ্গে যুক্ত নয়। অভিযুক্তকে প্রতিনিয়ত স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। একক বেঞ্চ পরিবারকে সংযুক্ত করতে বলেছে। সেই মামলার শুনানি আছে ২১ ডিসেম্বর। ৩০২ এর মামলা রুজু হয়েছে যেটা ঠিক নয়। 

অপরদিকে রাজ্যের আইনজীবী সম্রাট সেন জানিয়েছেন, কর্মরত বিচারপতিকে নিয়ে তদন্ত করানোর বিষয়ে কিছু বলল না। সিবিআই হেফাজতে একজনের মৃত্যু হল। সুপ্রিম কোর্টের (Supreme Court) ললিতা কুমারীর নির্দেশে পরিষ্কার বলা আছে অভিযোগ পেলে তার তদন্ত করতে হবে। সেই কারণের জন্যই অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে।

RELATED ARTICLES

Most Popular